CPIM

By-Election: উপনির্বাচন নিয়ে কমিশনে বামেরা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ০৯:৩১
Share:

ফাইল চিত্র।

চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সুষ্ঠু ও অবাধ ভোটের দাবি নিয়ে নির্বাচন কমিশনে দরবার করল বামেরা। তাদের অভিযোগ, প্রচারে বহু ক্ষেত্রেই বিরোধী শিবিরের প্রার্থী বা নেতা-কর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে। প্রশাসনের ভূমিকাও ‘নিরপেক্ষ’ ছিল না। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেবের নেতৃত্বে বাম প্রতিনিধিদল মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাবের সঙ্গে দেখা করে দাবি করেছে, প্রচারের শেষ দিন সব দলের প্রার্থীরা যেন সমান সুযোগ পান। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও বুথে সুরক্ষার ব্যবস্থাও সুষ্ঠু ভাবে করার দাবি তুলেছেন বাম নেতারা। রবীনবাবুর সঙ্গে ছিলেন আরএসপি-র দেবাশিস মুখোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের প্রদ্যোৎ নাগ। প্রসঙ্গত, আগামী শনিবারের উপনির্বাচনের জন্য প্রচার শেষ হচ্ছে আজ, বুধবার সন্ধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement