ছবি: সংগৃহীত।
একই দিনে সব পুরসভার ভোট এবং প্রতি বুথে ওয়েবক্যাম রাখার দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হল বামফ্রন্টের প্রতিনিধিদল। দোলের পরে আগামী সপ্তাহে পুরভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে, এমন ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস দিয়েছেন বলে বাম প্রতিনিধিদের দাবি।
সিপিএমের শমীক লাহিড়ী, পলাশ দাস, কল্লোল মজুমদার ও সুখেন্দু পানিগ্রাহী, সিপিআইয়ের প্রবীর দেব ও গৌতম রায়, আরএসপি-র সুভাষ নস্কর ও রাজীব বন্দ্যোপাধ্যায় এবং ফরওয়ার্ড ব্লকের জীবন সাহা শুক্রবার গিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। তাঁদের দাবি, সর্বত্র পুরভোট করা হোক একই দিনে। শাসক দলের ‘দুষ্কৃতী বাহিনী’ এক এলাকায় ভোটের কাজ করে অন্য দিনে অন্য জায়গায় অভিযানে যাবে, এমন ঘটনা আটকানোর জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছেন শমীকবাবু, কল্লোলবাবুরা। অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে পুলিশের ভূমিকা নিয়ে তাঁরা অভিযোগ জানিয়েছেন কমিশনের কাছে। বাম নেতাদের বক্তব্য, মনোনয়ন জমা দেওয়ার সময় থেকেই প্রার্থী, রাজনৈতিক কর্মী ও পোলিং এজেন্টদের নিরাপত্তার ব্যবস্থা চাই। প্রতি বুথে ওয়েবক্যাম এবং গণনায় কারচুপি আটকাতে যথাযথ ব্যবস্থার দাবি করেছেন তাঁরা। কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলের বহু হোর্ডিং যে সরকারি জায়গায় রয়েছে, সে সব খুলে দেওয়ার দাবিও তোলেন তাঁরা। সূত্রের খবর, পুরভোটের প্রস্তুতি হিসেবে আগামী ১০ মার্চ বামফ্রন্ট ও কংগ্রেসের কলকাতা জেলা নেতৃত্বের পরবর্তী বৈঠক হবে আসন ভাগ নিয়ে।