Abdul Mannan

স্বাস্থ্য নিয়ে চিঠি দুই বিরোধী নেতার

পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এলাকা ভিত্তিতে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করুক সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০৪:১৩
Share:

আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী। —ফাইল চিত্র।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের আরও সক্রিয়তা দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিল বাম ও কংগ্রেস। বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী মঙ্গলবার পাঠানো যৌথ চিঠিতে লিখেছেন, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এলাকা ভিত্তিতে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করুক সরকার। তাঁদের লোকজনও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে রাজি।

Advertisement

মান্নান এ দিন বলেন, ‘‘দেশ ও রাজ্যে সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে। দু’টো সরকারই অসহায় মানুষের সঙ্গে তামাশা করছে! করোনার জন্যই এখন রাস্তায় নেমে গণ-বিক্ষোভ করতে পারছেন না মানুষ। চিঠি লিখেই আমরা সরকারকে সতর্ক করার চেষ্টা করছি।’’ সুজনবাবুর বক্তব্য, ‘‘আবার চিঠি লিখতে বাধ্য হয়েছি। বহু ক্ষেত্রেই সরকার কার্যত অনুপস্থিত, বিনা চিকিৎসায় অনেক মৃত্যুর অভিযোগ আসছে। পূর্ণ সময়ের স্বাস্থ্যমন্ত্রী নিয়োগের দাবি জানাচ্ছি।’’ করোনার প্রেক্ষিতে দেষের জিডিপি-র অন্তত ৬% স্বাস্থ্য খাতে বরাদ্দের দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছেন ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement