ডেঙ্গি মোকাবিলায় মুখ্যমন্ত্রীকে চিঠি মান্নান-সুজনের

কয়েক মাস আগে হাবড়ায় ডেঙ্গি আক্রান্ত মানুষের সঙ্গে কথা বলে এসে সময় থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন দুই বিরোধী নেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ ০২:১৬
Share:

প্রতীকী ছবি।

রাজ্যে ডেঙ্গির প্রকোপ মোকাবিলায় ‘আপৎকালীন’ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মিলিত ভাবে চিঠি দিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। কয়েক মাস আগে হাবড়ায় ডেঙ্গি আক্রান্ত মানুষের সঙ্গে কথা বলে এসে সময় থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন দুই বিরোধী নেতা। তার পরে আরও কয়েক বার চিঠি পাঠিয়েও কোনও সুরাহা হয়নি বলে তাঁদের অভিযোগ। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে চলার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে বৃহস্পতিবার পাঠানো চিঠিতে মান্নান ও সুজনবাবুর প্রস্তাব, ‘যুদ্ধকালীন তৎপরতায় এই রোগের মোকাবিলায় প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই ব্যাপারে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও সংস্থাকে যুক্ত করে আলোচনায় বসুন। এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement