যৌথ প্রচারে বাম ও কংগ্রেস নেতারা

খড়গপুরে ১৭ নভেম্বর প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সঙ্গে থাকবেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ০৩:৩৯
Share:

মহম্মদ সেলিম ও অধীর চৌধুরী।

তিন কেন্দ্রের উপনির্বাচনে এক মঞ্চে যৌথ প্রচারেই নামছেন বাম ও কংগ্রেস নেতারা। আসন সমঝোতা করে উপনির্বাচনে একটি আসন সিপিএমকে ছেড়ে দু’টিতে লড়ছে কংগ্রেস। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, করিমপুরে ১৩ নভেম্বর যৌথ প্রচারে থাকবেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী ও সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। খড়গপুরে ১৭ নভেম্বর প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সঙ্গে থাকবেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। করিমপুরে সুজনবাবুকে নিয়ে বিরোধী দলনেতা আব্দুল মান্নানের প্রচারে যাওয়ার কথা ২১ নভেম্বর। কালিয়াগঞ্জে মান্নান যেতে পারেন ১৬ নভেম্বর। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রেরও যাওয়ার কথা প্রচারে। তাঁর সঙ্গে কংগ্রেসের কে থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জোট শিবির সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement