বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও আব্দুল মান্নান।
রাজনীতির ময়দানের পাশাপাশি এ বার সবুজ রক্ষার আন্দোলনেও একজোট বাম ও কংগ্রেস। দক্ষিণ শহরতলির নানা এলাকায় জলাশয় বোজানো নিয়ে অভিযোগ এবং বিতর্ক জারি বেশ কিছু দিন ধরেই। জলাশয় বাঁচানোর দাবিতেই রবিবার বারুইপুরে গণ-কনভেনশনে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। মান্নানের মতে, পরিবেশ রক্ষার দিকে সকলেরই আরও মনোযোগ দেওয়া উচিত। সুজনবাবুর বক্তব্য, সমাজের সব অংশের সদিচ্ছার উপরে এই ধরনের উদ্যোগের সাফল্য নির্ভর করে। নাগরিক আন্দোলন, পরিবেশ রক্ষা ও স্বেচ্ছাসেবী নানা সংগঠনের কর্মীরা মিলিত ভাবে কনভেনশনের আয়োজন করেছিলেন। উদ্যোক্তাদের বক্তব্য, রাজনৈতিক নেতৃত্ব সামিল হলে পরিবেশ বা জলাশয় বাঁচানোর লড়াই আরও জোরালো হয়।