এত দিন লালবাজার থেকে রাজ্য পুলিশে বদলি হতেন শুধু আইপিএস অফিসারেরাই। নগর-পুলিশের নিচু তলার কিছু কিছু কর্মীকে মাঝেমধ্যে রাজ্য পুলিশে ডেপুটেশনে পাঠানো হতো। এ বার কলকাতা পুলিশের দুই ‘নন-আইপিএস’ অফিসারকেও রাজ্য পুলিশে বদলি করল নবান্ন।
সোমবার স্বরাষ্ট্র দফতরের জারি করা নির্দেশিকায় কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনার এবং এক সহকারী কমিশনারকে রাজ্য পুলিশের পৃথক দু’টি পদে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রাজ্য ও কলকাতা পুলিশের মধ্যে নিচু তলার কর্মী-অফিসারেরা ডেপুটেশনে থাকলেও এ ভাবে বদলি করা হয়নি। তাই এ বারের বদলিতে বিশেষ তাৎপর্য খুঁজছে পুলিশ শিবিরের একাংশ। তাদের বক্তব্য, এটা রাজ্য ও কলকাতা পুলিশে অভিন্ন নিয়মবিধি চালু করার ভূমিকাও হতে পারে। তবে এই বিষয়ে নবান্ন থেকে বিশেষ উচ্চবাচ্য করা হয়নি। স্বরাষ্ট্র দফতর সূত্রে শুধু বলা হচ্ছে, সব পুলিশের কাজ হচ্ছে আমজনতার নিরাপত্তা রক্ষা করা। জনস্বার্থেই কলকাতা পুলিশের অফিসারদের এ ভাবে রাজ্য পুলিশে বদলি করা হচ্ছে।
নবান্নের খবর, এ দিনের জারি করা নির্দেশিকায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (মহিলা পুলিশ) দেবশ্রী চট্টোপাধ্যায়কে রাজ্য সশস্ত্র বাহিনীর চতুর্থ ব্যাটেলিয়নের কম্যাড্যান্টের পদে নিয়োগ করা হয়েছে। অন্য একটি নির্দেশনামায় কলকাতা পুলিশের স্পেশ্যাল বাঞ্চের সহকারী কমিশনার বিকাশ ভাণ্ডারীকে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশের ডেপুটি সুপার পদে।
পুলিশি সূত্রের খবর, ২০১২ সালে কলকাতা পুলিশ থেকে নিচু তলার কয়েক জনকে রাজ্য পুলিশে ডেপুটেশনে পাঠানো হয়েছিল। পরে তাঁদের অনেককে আবার ফিরিয়েও আনা হয়। পরবর্তী কালে কয়েক জনকে বদলি করলেও তাঁদের এখনও ফিরিয়ে আনা হয়নি। ২০১১ সালে দক্ষিণ শহরতলির বিভিন্ন এলাকাকে কলকাতা পুলিশের আওতায় আনার সময় সংশ্লিষ্ট থানায় থাকা রাজ্য পুলিশের কয়েক জন কর্মীকে ডেপুটেশনে কলকাতা পুলিশে নেওয়া হয়েছিল। পরে তাঁরা আবার রাজ্য পুলিশেই ফিরে গিয়েছেন।
কিন্তু এ রাজ্যের পুলিশ ইতিহাসে উঁচু তলার ‘নন-আইপিএস’ অফিসারদের এ ভাবে বদলির নজির নেই বলেই জানাচ্ছেন পুলিশ অফিসারদের একাংশ। তাঁরা বলছেন, সম্প্রতি কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে অভিন্ন নিয়মবিধি এবং বদলি ব্যবস্থা চালু করার কথা জানিয়েছে রাজ্য সরকার। ওই দুই অফিসারের বদলি সেই অভিন্ন বিধিনিয়ম চালু করার ইঙ্গিতই জোরালো করছে।
২০০৬ সালের একটি নির্দেশিকার কথা উল্লেখ করে জনস্বার্থে কলকাতা পুলিশের ওই দুই অফিসারকে রাজ্য পুলিশে যোগ দিতে বলা হয়েছে বলে নবান্নের খবর। তবে এর মধ্যে এসে পড়ছে ভোটে শিরদাঁড়া খাড়া রাখার পুরস্কার-তিরস্কারের বিষয়টিও। পুলিশের একাংশের অভিযোগ, বিধানসভা ভোটে কলকাতা পুলিশের যে-সব অফিসার নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ করেছিলেন, রাজ্য সরকার এখন বেছে বেছে তাঁদেরই এ ভাবে বদলি করছে কিংবা ‘কম্পালসারি ওয়েটিং’-এ পাঠাচ্ছে। তার উদাহরণ হিসেবে পাঁচ আইপিএস অফিসারের সাম্প্রতিক বদলির প্রসঙ্গ টেনে আনছে পুলিশের ওই অংশ।