বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন লেডি ডাফরিনের সুপার জয়াব্রতী মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘অভিযোগকারিণী এবং অভিযুক্ত, দু’জনেরই বক্তব্যই শোনা হয়েছে। তাঁদের বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হবে।’’
নার্সের শ্লীলতাহানীর অভিযোগ লে়ডি ডাফরিনে প্রতীকি ছবি
লেডি ডাফরিন হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ তুললেন ওই হাসপাতালের এক নার্স। তবে তাঁর এই অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক। ‘নিগৃহীতা’ নার্স মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন লেডি ডাফরিনের সুপার জয়াব্রতী মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘অভিযোগকারিণী এবং অভিযুক্ত, দু’জনেরই বক্তব্যই শোনা হয়েছে। তাঁদের বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হবে।’’
ওই নার্সের অভিযোগ, দু’বছর আগে মেডিক্যাল কলেজে নার্সিং প্রশিক্ষণের সময় ওই চিকিৎসক তাঁর সঙ্গে আপত্তিজনক ব্যবহার করেন। গত ২৩ মার্চ অস্ত্রোপচার কক্ষের (ওটি) সামনে তাঁকে আবারও নিগ্রহ করেন ওই চিকিৎসক। তিনি অভিযোগ জানানোর কথা বললে তাঁকে নানা ভাবে হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছেন ডাফরিনের নার্স।
অভিযুক্ত চিকিৎসক রাজেশ বিশ্বাসে অবশ্য নার্সের এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ‘‘সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে, যে সময় ওই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে সেই সময় আমি ওখানে ছিলাম না।’’ তিনি আরও দাবি করেন, ‘‘আমি নির্মল মাজির (আইএমএ, কলকাতা শাখার সভাপতি) ঘনিষ্ট বলে আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে।’’
শনিবার নার্সদের একটি সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল হাসপাতাালের সুপারের সঙ্গে দেখা করেন। তাঁরা নার্সের অভিযোগের বিচার দাবি করেন।