সিগন্যালের তোয়াক্কা না করে রাস্তা পার, মৃত্যু

সিগন্যাল ছিল সবুজ। গাড়িও চলছিল দ্রুতগতিতে। সেই অবস্থায় রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কিশোরীর। আহত হল তারই এক বন্ধু। শুক্রবার ঘটনাটি ঘটেছে ভি আই পি রোডের রঘুনাথপুর মোড়ে। পুলিশ জানায়, মৃতার নাম সোমা মণ্ডল (১৬)। আহত পারমিতা সর্দার নার্সিংহোমে ভর্তি। পুলিশ জানায়, জ্যাংরা আদর্শ বিদ্যামন্দিরের দশম শ্রেণির ওই দুই ছাত্রী বাগুইআটির বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৫ ০০:০১
Share:

সিগন্যাল ছিল সবুজ। গাড়িও চলছিল দ্রুতগতিতে। সেই অবস্থায় রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কিশোরীর। আহত হল তারই এক বন্ধু। শুক্রবার ঘটনাটি ঘটেছে ভি আই পি রোডের রঘুনাথপুর মোড়ে। পুলিশ জানায়, মৃতার নাম সোমা মণ্ডল (১৬)। আহত পারমিতা সর্দার নার্সিংহোমে ভর্তি। পুলিশ জানায়, জ্যাংরা আদর্শ বিদ্যামন্দিরের দশম শ্রেণির ওই দুই ছাত্রী বাগুইআটির বাসিন্দা।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী আপাত ভাবে পথচারীদের দিকে আঙুল উঠলেও জনবহুল মোড়ে সিগন্যাল সবুজ থাকলেই গাড়ি কেন এত দ্রুত যাবে, উঠেছে সেই প্রশ্নও। অভিযোগ, বেশিরভাগ সময়েই রাস্তার ওই মোড় সামলায় গ্রিন পুলিশ। ভি আই পি রোডের ওই গুরুত্বপূর্ণ মোড়ে গ্রিন পুলিশের সঙ্গে কোনও দক্ষ ট্রাফিক পুলিশকর্মী কেন থাকেন না, এই ঘটনায় উঠছে সেই প্রশ্নও।

মানুষ যাতে যেখান-সেখান দিয়ে রাস্তা পার না হন, তাই ভি আই পি রোডে রাস্তার পাশ আটকে দেওয়া হলেও রঘুনাথপুরের ওই এলাকায় রেলিং নেই। ফলে সেখান দিয়ে রাস্তা পারাপার চলে। অভিযোগ, স্বয়ংক্রিয় সিগন্যাল থাকলেও বেশিরভাগ সময়ে ট্রাফিক পুলিশ না থাকায় ওই মোড়ে তীব্র গতিতে গাড়ি চলে। এ ছাড়া, ওই এলাকায় নির্মীয়মাণ উড়ালপুলের জন্য ভি আই পি রোড চওড়া হয়ে যাওয়ায় পথচারীরা অনেক সময়েই সিগন্যাল দেখতে পান না বলেও অভিযোগ।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির জন্য সিগন্যাল খোলা দেখেও ওই দুই কিশোরী রাস্তা পেরোতে গেলে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাদের ধাক্কা মারে। নার্সিংহোমে সোমাকে মৃত ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি নিয়ে চালক পালানোর চেষ্টা করলেও পথচারীরা ধরে ফেলেন। বিধাননগর কমিশনারেটের এডিসিপি অনন্ত নাগ বলেন, “গাড়িটি আটক হয়েছে। গ্রেফতার করা হয়েছে চালক রাজু দে বংশীকে।” তদন্তকারীরা জানান, গাড়িটি ব্যারাকপুর এলাকার এক তৃণমূল কাউন্সিলরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement