ভারতী পাল
শহরে চারটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। আহত পাঁচ জন। সোমবার সকালে প্রথম ঘটনাটি ঘটে লেকটাউন পুরনো থানা সংলগ্ন জলের ট্যাঙ্কের কাছে। দু’টি বাসের রেষারেষির জেরে প্রাণ হারান এক প্রৌঢ়া। পুলিশ জানায়, মৃতার নাম ভারতী পাল (৬০)। তিনি দমদম জে কে মিত্র লেনের বাসিন্দা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ঘাতক বাসটির চালক ও কন্ডাক্টরকে।
পুলিশ সূত্রে খবর, এ দিন ফিজিওথেরাপি করতে লেকটাউনে এসেছিলেন ভারতীদেবী। বাড়ি ফেরার পথে বাস ধরার জন্য তিনি ওই জলের ট্যাঙ্কের মোড়ে দাঁড়িয়ে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই সময়ে লেকটাউন-হাওড়ার ২১৫ নম্বর রুটের একটি বাস সেখানে এসে দাঁড়ায়। তখনই ৩০সি হাতিয়াড়া-বাবুঘাট রুটের একটি বাস আগেরটিকে ওভারটেক করতে যায় এবং তার ধাক্কায় ভারতীদেবী পড়ে যান। এর পরে বাসের প্রথম চাকাটি ওই প্রৌঢ়ার পায়ের উপর দিয়ে এবং পিছনের চাকা তাঁর দেহ পিষে দিয়ে বেরিয়ে যায়।
ঘটনাস্থলে থাকা লোকজন সঙ্গে সঙ্গে ধরে ফেলে বাসটি। পুলিশ এসে গ্রেফতার করে চালক ও কন্ডাক্টরকে। এ দিকে পুলিশ আসার আগেই ক্ষিপ্ত জনতা বেসরকারি ওই বাসটির উপর চড়াও হয়ে সেটির সামনের কাচ ভাঙচুর করে। ঘটনার পরে ফের প্রশ্ন উঠেছে স্থানীয় পুলিশের পথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কারণ, জনবহুল এই রাস্তা দিয়ে আগে গাড়ি যাওয়া-আসা দুই-ই করত। কিন্তু দুর্ঘটনা এড়াতেই কয়েক মাস আগে রাস্তাটি ‘ওয়ান ওয়ে’ করে দেয় প্রশাসন। এর পরেও এ দিনের দুর্ঘটনায় স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
এ দিনই ভোর ৪টে নাগাদ উল্টোডাঙা থানার ক্যানাল ওয়েস্ট রোডে লরির ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। পুলিশ জানায়, মৃত মুকেশ সাউ (২৫) ওই এলাকাতেই লরির খালাসির কাজ করতেন। তিনি আদতে বিহারের বৈশালির বাসিন্দা। এ দিন রাস্তা পেরনোর সময়ে লরিটি ধাক্কা মারে তাঁকে।
অন্য দিকে, রবিবার রাত ১১টা নাগাদ ফুলবাগান থানা এলাকার মানিকতলা মেন রোড ও ই এম বাইপাসের মোড়ে বালি ভর্তি লরি একটি গাড়িতে ধাক্কা মারলে আহত হন গাড়ির পাঁচ যাত্রী। পুলিশ জানায়, আহতদের মধ্যে এক মহিলা এবং দু’জন শিশু বাইপাসের ধারে একটি নার্সিংহোমে ভর্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
রবিবার রাতেই যশোহর রোডের উপর মধ্যমগ্রাম সংলগ্ন রাস্তায় বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে মৃত্যু হল দুই যুবকের। পুলিশ জানায়, মৃত রাকিব শেখ (৩০) এবং সুমন গঙ্গোপাধ্যায় (৩১) মালদহের ও হাওড়ার দানু বোস লেনের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে তাঁরা যশোহর রোডের কাছে একটি ধাবায় খাবার খেয়ে ফিরছিলেন। মত্ত অবস্থায় ছিলেন তাঁরা। পুলিশ জানায়, ওই সময়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সামনে পিছলে পড়ে যায়। লরিটির নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের।