রাজ্যে প্রায় তিন হাজারের উপর ফিজিওথেরাপিস্ট বেকার বসে আছেন। অথচ গত ২০ বছরে সরকারি ক্ষেত্রে কোনও নিয়োগ হয়নি। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন ফিজিওথেরাপিস্টরা। শনি ও রবিবার, ইন্ডিয়ান ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার ১৪তম জাতীয় সম্মেলনে বিভিন্ন বক্তার কথায় সরকারি ক্ষেত্রে নিয়োগের পাশাপাশি শুধু ফিজিওথেরাপিস্টদের জন্য পৃথক কাউন্সিল গড়ার দাবিও উঠল।