পর্যটনে জার্মান-উদ্যোগ

গত বছর কলকাতা থেকে দশ হাজার ভিসা দিয়েছে জার্মান সরকার। যার মধ্যে ৭৫০০ ভিসা ব্যবসা সংক্রান্ত। বাকিরা গিয়েছিলেন নিছক বেড়াতে। বৃহস্পতিবার কলকাতায় এসে এই তথ্য জানিয়ে গেলেন রোমিত থিওফিলাস। তিনি জার্মান পর্যটন সংস্থার হয়ে ভারতে কর্মরত। জানালেন, ভারতের অন্য প্রদেশের তুলনায় তা-ও পিছিয়ে রয়েছে কলকাতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১২
Share:

গত বছর কলকাতা থেকে দশ হাজার ভিসা দিয়েছে জার্মান সরকার। যার মধ্যে ৭৫০০ ভিসা ব্যবসা সংক্রান্ত। বাকিরা গিয়েছিলেন নিছক বেড়াতে। বৃহস্পতিবার কলকাতায় এসে এই তথ্য জানিয়ে গেলেন রোমিত থিওফিলাস। তিনি জার্মান পর্যটন সংস্থার হয়ে ভারতে কর্মরত। জানালেন, ভারতের অন্য প্রদেশের তুলনায় তা-ও পিছিয়ে রয়েছে কলকাতা। তাই এ বার কলকাতা থেকে আরও পর্যটক টানতে সচেষ্ট হয়েছেন তাঁরা।

Advertisement

সম্প্রতি কলকাতা থেকে নিজেদের উড়ান তুলে নিয়েছে জার্মানির বিমানসংস্থা লুফত্‌হানসা। রোমিতের কথায়, “তাতে অসুবিধা হওয়ার কথা না। এখন কলকাতা থেকে এমিরেট্স ও কাতার এয়ারওয়েজের উড়ানে দুবাই বা দোহা ঘুরে জার্মানি পৌঁছনো যাচ্ছে।” কিন্তু, কলকাতা থেকে পর্যটক বাড়ার ফলে কী লুফত্‌হানসার ফিরে আসার সম্ভাবনা রয়েছে? এ প্রশ্নের উত্তর দেননি রোমিত। বিমানসংস্থা সূত্রে অবশ্য খবর, অবিলম্বে কলকাতা থেকে নতুন করে উড়ান চালু করার বিষয়ে তারা চিন্তা করছে না।

রোমিত জানান, ২০১৩-য় প্রায় ২ লক্ষ ভারতীয় যান জার্মানিতে। এ বার তাঁরা অতিরিক্ত আরও ২০ হাজার পর্যটক আশা করছেন। আকর্ষণীয় প্যাকেজও তৈরি করছেন তাঁরা। এর মধ্যে রয়েছে ‘রূপকথার শহর’ প্যারেজ। সিন্ডারেলা, লিট্ল রেড রাইডিংহুড, হ্যামলিনের গল্প ছড়িয়ে রয়েছে জার্মানির বিভিন্ন শহরে। চার রাত-পাঁচ দিন ধরে সেই সব শহরে ঘুরে বেড়ানোর প্যাকেজ যেমন আছে, তেমনই আছে স্যাক্সোনি-র মতো দক্ষিণ জার্মানির রাজ্যে প্রাকৃতিক দৃশ্য দেখার প্যাকেজও।

Advertisement

জার্মানির মেরিটিম হোটেলের ডিরেক্টর মার্ক স্পাইভি জানান, ইউরোপের অন্য দেশের তুলনায় এখনও জার্মানিতে হোটেল ও অন্য খরচ অনেক কম। ভারতীয় পর্যটকদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের মনমতো খাবারেরও ব্যবস্থা হচ্ছে। জার্মানি জুড়ে ছড়িয়ে পড়েছে প্রায় দু’হাজার ভারতীয় রেস্তোঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement