প্রতীকী ছবি।
বাড়ি ভাড়া নিয়ে ফের হেনস্থার অভিযোগ উঠল।
সম্প্রতি পশ্চিম পুঁটিয়ারির ব্যানার্জি পাড়া রোডে একটি ফ্ল্যাটে ভাড়ায় আসেন কয়েক জন যুবক। অভিযোগ, তাঁদের ধর্মীয় পরিচয় জানার পরে এক প্রতিবেশী ক্রমাগত হেনস্থা করছেন। যোগ দিয়েছেন অন্য প্রতিবেশীও। এ নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সরব হয়েছেন যুবকেরা।
কলকাতা মেডিক্যাল কলেজের চার প্রাক্তন ছাত্র মহম্মদ আফতাব আলম, মুস্তাফা হাসান, নাসির শেখ এবং শওকত শেখ গত জুনে ফ্ল্যাটমালিকের থেকে ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। আফতাব বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে এবং তিন জন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। আফতাবদের বক্তব্য, তাঁদের ভাড়া দেওয়া নিয়ে ফ্ল্যাটমালিকের আপত্তি ছিল না। কিন্তু এক প্রতিবেশী তাঁদের ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ, তাঁদের থেকে একাধিক বার পরিচয়পত্র দেখা হয়। এমনকি তাঁদের কাছে আত্মীয় এলে প্রশ্ন করা হয়, কেন লোক আসছেন।
ওই প্রতিবেশীর দাবি, ‘‘এখানে অহেতুক ধর্ম টানা হচ্ছে। নিরাপত্তার কারণেই ফ্ল্যাটের মালিককে পরিচয়পত্র সংগ্রহ করতে বলা হয়েছিল। তা ছাড়া ফ্ল্যাটের সকলে স্থির করেছিলেন, অবিবাহিতদের ভাড়া দেওয়া যাবে না।’’
পুলিশকে কেন জানাননি? আফতাব বলেন, ‘‘বাড়ির মালিক থাকা নিয়ে আপত্তি করেননি। তাই চাইনি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি হোক।’’ ফোনে বাড়িমালিক বলেন, ‘‘এ সপ্তাহেই বিষয়টি নিয়ে আলোচনা করব।’’
শহরে ধর্মের ভিত্তিতে ভাড়াটে নির্বাচনের মানসিকতা বদলাতে প্রচার করছে এক সংগঠন। বুধবার ওই সংগঠনের সদস্যেরা এলাকায় যান। সংগঠনের তরফে দ্বৈপায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘স্থানীয়েরাও ঘটনার প্রতিবাদ করেছেন। আফতাবদের অসুবিধা হবে না বলে বিশ্বাস।’’