—প্রতীকী ছবি।
বন্ধুকে পিছনে বসিয়ে সোমবার শেষ রাতে মোটরবাইক নিয়ে বেরিয়েছিলেন। দু’জনের কারও মাথাতেই হেলমেট ছিল না। বেপরোয়া গতিতে ছোটার সময়ে আচমকাই বাইকের নিয়ন্ত্রণ হারান চালক। বাইকটি সোজা গিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে। কর্তব্যরত পুলিশকর্মীরা ঘটনাটি দেখতে পেয়ে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
ঘটনাটি ঘটেছে কেএলসি থানার হাতিশালা এলাকায়। মৃত যুবকের নাম সোমনাথ ঘোষ (২১)। গুরুতর আহত অবস্থায় তাঁর সঙ্গী বাপন ঘোষ ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, ভাঙড়ের বাসিন্দা ওই দুই যুবক গরু কেনাবেচার ব্যবসায়ী। সোমবার শেষ রাতে দু’জনে একটি বাইকে করে ভোজেরহাটে যাচ্ছিলেন। পথে হাতিশালা হাই মাদ্রাসার কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাপন বাইকটি চালাচ্ছিলেন। পিছনে বসে ছিলেন সোমনাথ। বেপরোয়া গতিতে আসার সময়ে কোনও ভাবে বাইকের চাকা পিছলে যায়। যার জেরে দু’জনে রাস্তায় ছিটকে পড়েন। তাঁদের শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। দ্রুত দু’জনকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা সোমনাথকে মৃত বলে জানান। বাইকটি আটক করেছে পুলিশ।