প্রতীকী ছবি।
মাথায় দামি হেলমেট। গতিও নিয়ন্ত্রণে। তবু বুধবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক চালকের। মৃতের নাম অনীশ বিশ্বাস (২৩)। টালা সেতুর উপরের এই দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ওই মোটরবাইকের অন্য যাত্রী অনীশের বন্ধু রুদ্রদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রের খবর, তাঁর অবস্থা সঙ্কটজনক। তাঁকে আপাতত আইসিইউ-তে রাখা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি হেফাজতে নিয়েছে চিৎপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, বুধবার রাত পৌনে ১০টা নাগাদ মোটরবাইকে শ্যামবাজার থেকে বি টি রোডের দিকে যাচ্ছিলেন তাঁরা। অনীশ বাইক চালাচ্ছিলেন। টালা ব্রিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি উল্টে রাস্তায় পড়ে যায়। গুরুতর জখম দু’জনকে আর জি কর হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ। সেখানেই অনীশকে মৃত ঘোষণা করা হয়। ময়না-তদন্তের পরে পুলিশের অনুমান, মাথা অক্ষত থাকলেও দেহে আঘাত লাগায় মৃত্যু হয়েছে ওই চালকের।
অনীশের বাড়ি নদিয়ায়। রুদ্রদেব ঘাটালের ছেলে। দু’জনেই কলকাতার এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাস কমিউনিকেশনের পড়ুয়া। ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জানান, তৃতীয় বর্ষের ওই দুই ছাত্র দমদমের কাছে একটি ফ্ল্যাটে থাকেন। দুই পরিবারকেই খবর দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই কলকাতা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হয়েছে। সে সময়েও একাধিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। শ্যামবাজার এলাকায় পরপর কয়েকটি দুর্ঘটনায় শোরগোল পড়ে। তার পরেই ট্র্যাফিক পুলিশের তরফে ওই এলাকার ফুটপাত রেলিং দিয়ে ঘেরা হয়। এর মধ্যেই টালা সেতুর সংস্কার শুরু হয়েছে। সে কারণেও বাড়তি পথ নিরাপত্তার ব্যবস্থা হয়েছে ওই এলাকায়। তার মধ্যেই ফের শ্যামবাজার ট্র্যাফিক গার্ড এলাকায় বুধবারের অঘটন।