বিদেশিনির টাকার ব্যাগ ছিনতাই, ধৃত তরুণী

পার্ক স্ট্রিটের মতো ব্যস্ত এলাকার রাজপথে এমন ঘটায় দিশাহারা হয়ে গিয়েছিলেন বিদেশিনি। তবে কলকাতা পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই কিনারা হয়েছে ওই ছিনতাইয়ের। শুক্রবার লালবাজারের কর্তারা জানান, ওই সন্ধ্যাতেই ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শাজান চৌধুরী নামে বছর উনিশের এক তরুণীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৭ ০১:৩৩
Share:

প্রতীকী ছবি।

শহরে এসে বালিগঞ্জে বান্ধবীর বাড়িতে উঠেছিলেন মেক্সিকোর এক তরুণী। বৃহস্পতিবারের উড়ানেই ফেরার কথা ছিল তাঁর। কিন্তু পার্ক স্ট্রিটে বেড়াতে বেরিয়ে পকেটমারের খপ্পরে পড়ে ফেরার টিকিট বাতিল করে দৌড়োতে হল থানায়।

Advertisement

পার্ক স্ট্রিটের মতো ব্যস্ত এলাকার রাজপথে এমন ঘটায় দিশাহারা হয়ে গিয়েছিলেন বিদেশিনি। তবে কলকাতা পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই কিনারা হয়েছে ওই ছিনতাইয়ের। শুক্রবার লালবাজারের কর্তারা জানান, ওই সন্ধ্যাতেই ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শাজান চৌধুরী নামে বছর উনিশের এক তরুণীকে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ মেক্সিকোর বাসিন্দা ভালদে সালজার আনা ভিক্টোরিয়া নামে ওই পর্যটক তখন পার্ক স্ট্রিটের ফুটপাথে হাঁটছিলেন। হঠাৎ খেয়াল করেন, হাতের ব্যাগের ভিতর থেকে টাকার ব্যাগটি উধাও। টের পেতেই সোজা দ্বারস্থ হন পুলিশের। ভালদে পুলিশকে জানান, হারানো ব্যাগে টাকা-পয়সা ছাড়াও রয়েছে দামি কিছু জিনিস ও মেক্সিকোর কয়েকটি পরিচয়পত্র। ঘটনার বিবরণ পেয়ে পুলিশ দেরি করেনি। ঘটনাস্থলে পৌঁছে তদন্তকারীরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং কিছু তথ্যও পান।

Advertisement

পুলিশ জানিয়েছে, সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যাতেই বন্ডেল রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে শাজানকে গ্রেফতার করা হয়। ওই তরুণীর কাছে মিলেছে খোয়া যাওয়া সব জিনিসপত্র। কিন্তু কী ভাবে হাতে থাকা ব্যাগ থেকে টাকার ব্যাগটা নিল ওই তরুণী?

পুলিশ জানিয়েছে, সাধারণত পার্ক স্ট্রিটে কোনও বিদেশি দেখলেই ছেলে-মেয়ের দল ভিক্ষের জন্য ঝোলাঝুলি করে। বিদেশিরাও কখনও চকলেট, আবার কখনও কিছু টাকা দিয়ে সাহায্য করেন তাদের। ভালদে সালজারকে দেখেও শাজান ভিক্ষে চাইতে যায় অন্য ছেলেমেয়ের সঙ্গে। তখন বিদেশিনির ব্যাগের চেন খোলা পেয়েই টাকার ব্যাগ তুলে নেয় সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement