হট মিক্স প্লান্ট ঘিরে বিতর্ক চলছেই!

অন্য সংস্থা ইতিমধ্যেই পরিবেশবান্ধব রাস্তা সারাইয়ের পথে হাঁটতে শুরু করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ০০:৪০
Share:

কলকাতা পুরসভা। —ফাইল চিত্র।

অন্য সংস্থা ইতিমধ্যেই পরিবেশবান্ধব রাস্তা সারাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। কিন্তু হট মিক্স প্লান্ট বন্ধ করা নিয়ে কলকাতা পুরসভা অহেতুক টালবাহানা করছে বলে অভিযোগ করছেন পরিবেশকর্মীদের একাংশ। প্রসঙ্গত, আগামী ১৮ তারিখ জাতীয় পরিবেশ আদালতে হট মিক্স প্লান্ট সংক্রান্ত মামলাটির শুনানি হওয়ার কথা। সেখানেই পুরসভা প্লান্ট বন্ধ করা নিয়ে সময় চাইতে পারে বলে সূত্রের খবর।
সেই প্রেক্ষিতেই পরিবেশকর্মীদের বক্তব্য, হট মিক্সে বেশি খরচ হওয়া সত্ত্বেও কলকাতা পুরসভা কেন কোল্ড মিক্স বা মাইক্রো সারফেসিং পদ্ধতিতে রাস্তা সারাইয়ে আগ্রহ প্রকাশ করছে না তা রীতিমতো রহস্য! পরিবেশকর্মী সুভাষ দত্তের মতে, ‘‘এটা একটা আর্থিক দুর্নীতি। দেখা গিয়েছে, হট মিক্সে প্রতি বর্গ মিটার রাস্তা সারাইয়ে যেখানে ১০২ টাকা লাগে, সেখানে মাইক্রো সারফেসিং-এ লাগে ২৩.৮০ টাকা। অথচ পুরসভা বেশি খরচের পদ্ধতি আঁকড়েই পড়ে রয়েছে।
সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষা দেখিয়েছে, সব পরিবেশেই কোল্ড মিক্সে রাস্তা সারাই দ্রুত হয়। সুভাষবাবুর কথায়, ‘‘পরিবেশ আদালত এইচআরবিসি-কে কিছু বলেনি, অথচ ওই সংস্থা মাইক্রো সারফেসিং পদ্ধতিতে
রাস্তা সারাই করবে বলে সম্প্রতি দরপত্র আহ্বান করেছে। অথচ পুরসভাই শুধু সময় চেয়ে যাচ্ছে! কার বা কাদের স্বার্থে বেশি খরচের পদ্ধতি আঁকড়ে পড়ে রয়েছে,
সেটা খতিয়ে দেখা প্রয়োজন।’’ যদিও এক পুর কর্তার কথায়, ‘‘একটি পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে হঠাৎ করে পরিবর্তন করা যায় না। সময়
লাগে। পরিবেশবান্ধব কোন পদ্ধতিতে রাস্তা সারাই করা সম্ভব, পুরসভার তরফে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement