পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। —ফাইল চিত্র।
দরজায় কড়া নাড়ছে শীত। উত্তুরে হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদের পতন এখনও অব্যাহত। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির কাছাকাছি।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে বলে অনুমান হাওয়া অফিসের। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা।
মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে নভেম্বর মাসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ করলে জানা যায়, ২০১২, ২০১৪ এবং ২০১৭ সালে নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে ছিল। ওই পরিসংখ্যান বলছে, ২০২০ সালে ২৪ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। গত বছর নভেম্বর মাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু চলতি বছরের নভেম্বরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ দেখা দিয়েছিল, তা সরে যাওয়ায় আকাশ আগের তুলনায় আরও পরিষ্কার হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।