Sinthi Police

অভুক্ত বৃদ্ধার পাশে পুলিশ

লালবাজার জানায়, ওই বৃদ্ধার বাড়ি সিঁথি থানা এলাকার রামলীলা বাগানে। তাঁর পরিবারের কেউ উপার্জনক্ষম নন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ০১:০৮
Share:

ফাইল চিত্র।

গত কয়েক দিন ধরে ঠিক ভাবে খাবার জোটাতে পারেননি সত্তরোর্ধ্ব বৃদ্ধা। তাই রাস্তার পাশে আগাছার ঝোপে বসেই শাকপাতা খুঁজে চলেছিলেন। মঙ্গলবার সকালে এলাকায় টহল দিতে বেরিয়ে সেই বৃদ্ধাকে উদ্ধার করে তাঁকে খাবার দিয়ে সাহায্য করল সিঁথি থানার পুলিশ।

Advertisement

লালবাজার জানায়, ওই বৃদ্ধার বাড়ি সিঁথি থানা এলাকার রামলীলা বাগানে। তাঁর পরিবারের কেউ উপার্জনক্ষম নন। তাই লকডাউনে এক রকম না খেয়েই থাকতে হচ্ছে তাঁদের। সব শুনে সিঁথি থানার পুলিশ ওই বৃদ্ধাকে থানায় নিয়ে যায় এবং তাঁর হাতে কয়েক সপ্তাহের খাবার তুলে দেওয়া হয়। তখনই জানা যায়, না খেয়ে রয়েছে ওই বৃদ্ধার বাড়ির আশপাশের আরও কয়েকটি পরিবার। তাদের কাছেও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে পুলিশ। স্থানীয় জন প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের সাহায্য করা হচ্ছে বলে জানায় পুলিশ।

লালবাজার সূত্রের খবর, এ দিন রাজাবাজার এলাকার নারকেলডাঙা মেন রোডের কয়েকশো বাসিন্দাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। ওই এলাকা কন্টেনমেন্ট জ়োনের মধ্যে থাকায় এ দিন সামাজিক দূরত্ব-বিধি মেনে ওই খাবারের প্যাকেট বিলি করেন ট্র্যাফিক গার্ডের আধিকারিকেরা।

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement