প্রতীকী ছবি।
প্রবল ভিড় থেকে করোনার সংক্রমণ এড়াতে রবিবার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হল বিধাননগর পুর এলাকার কেষ্টপুর মাছবাজার।
পাতিপুকুরের পাইকারি মাছবাজার বন্ধ। কেষ্টপুর মাছবাজারের ব্যবসায়ীদের একাংশের কথায়, ‘‘পাতিপুকুর-সহ কয়েকটি মাছের বাজার বন্ধ। অটোচালক, চা-বিক্রেতা থেকে শুরু করে রোজগার হারানো বহু লোক মাছ কিনে ব্যবসা করছেন। সেই ভিড় উপচে পড়েছে কেষ্টপুরে।’’ ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে ছোঁয়াচের আশঙ্কায় পুলিশ ও স্থানীয় প্রশাসন শেষ পর্যন্ত ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করে এ দিন বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।
বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদক মাইকেল মণ্ডলের কথায়, ‘‘পাতিপুকুর-সহ কয়েকটি মাছের বাজার বন্ধ হয়ে যাওয়ায় কেষ্টপুরে বাড়তি ভিড় জমতে থাকে। তাতে সংক্রমণের আশঙ্কাও তৈরি হয়। ওই ভিড় সামাল দেওয়া সম্ভব ছিল না।’’
পাতিপুকুর মাছ বাজার সমিতির সম্পাদক তথা বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবাশিস জানা বলেন, ‘‘পাতিপুকুর মাছ বাজার থেকে বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা ছাড়া লকডাউনে কাজ হারানো বিভিন্ন পেশার মানুষও মাছ নিচ্ছিলেন। বিপুল সংখ্যক লোকজনের জমায়েত থেকে সংক্রমণের আশঙ্কায় বাজার বন্ধের সিদ্ধান্ত নিতে হয়। তবে বাজার সমিতিগুলি চাইলে রুই-কাতলা সরবরাহ করা যেতে পারে।’’