Bishwa Bangla Sharad Samman 2024

কলকাতার সেরা পুজো, বোধনেই বিশ্ববাংলা শারদ সম্মান দিল রাজ্য, পুরস্কৃত জেলার পুজোও

কলকাতা পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, বরাহনগর, বিধাননগর, হাওড়া পুরসভা এলাকাগুলির সেরা পুজোগুলিকে পুরস্কৃত করা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২০:৪২
Share:

সেরার সেরা বিভাগে বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছে বেহালা নূতন দলের পুজো। —নিজস্ব চিত্র।

বোধনের দিনেই কলকাতা-সহ শহরতলী এবং গ্রামীণ এলাকার সেরা পুজোগুলিকে পুরস্কৃত করল রাজ্য সরকার। বুধবার নবান্নের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়েছে। কলকাতা পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, বরাহনগর, বিধাননগর, হাওড়া পুরসভা এলাকাগুলির মধ্যে বাছাই করে সেরা পুজোগুলিকে পুরস্কৃত করা হয়েছে।

Advertisement

(বাঁ দিকে) সেরা সাবেকি পুজোর শিরোপা বড়িশা সর্বজনীনের মাথায়, বিশ্ববাংলা সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে খিদিরপুর ৭৪ পল্লী (ডান দিকে)।)

এই প্রতিযোগিতায় সেরার সেরা পুজোর পুরস্কার দেওয়া হয়েছে ৩২টি পুজোকে। সেরা সাবেকি পুজো হয়েছে ছ’টি, সেরা মণ্ডপ পাঁচটি, সেরা প্রতিমা তিনটি, সেরা পরিবেশবান্ধব পুজো ১৪টি, বিশেষ পুরস্কার ৩০টি, বিশ্ববাংলা পুজোর সেরা গানের একটি পুরস্কারও দেওয়া হয়েছে।

(বাঁ দিকে) সেরা ভাবনা: পুরস্কার পেল হরিদেবপুর ৪১ পল্লী, সেরা পরিবেশ বান্ধব পুরস্কার পেয়েছে চোরবাগান সর্বজনীন (ডান দিকে)।)

কলকাতা-সহ সংলগ্ন এলাকার পুজোগুলিকে পুরস্কৃত করার পাশাপাশি ২২টি জেলার পুজোকেও পুরস্কৃত করা হয়েছে। সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা সমাজসচেতনতার পুরস্কার দেওয়া হয়।

Advertisement

ছবি সৌজন্যে: অমিত রায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement