চলছে পড়ুয়াদের অনশন। শুক্রবার, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিজস্ব চিত্র
অনশনরত ছাত্রদের পাশে দাঁড়াল চিকিৎসক সংগঠন।
হস্টেলের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছ’জন ছাত্র অনশনে বসেছেন। মঙ্গলবার দুপুর থেকে এমবিবিএস কোর্সের তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়ারা অনশন শুরু করেন। শুক্রবার চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের তরফে তাঁদের আন্দোলনকে সমর্থন জানানো হয়। হাসপাতালের আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে গিয়ে দেখাও করেন চিকিৎসক সংগঠনের প্রতিনিধি দল।
পড়ুয়াদের একাংশের দাবি, কলকাতা মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সের অধিকাংশ পড়ুয়া হস্টেলে ঘর পাননি। বর্তমান হস্টেলের ছাদ দু’বার খসে পড়েছে। তাই নতুন ১১ তলা বিল্ডিংয়ের হোস্টেলে রুম নির্ধারণের দাবিতে অধ্যক্ষকে ঘেরাও, অবস্থান বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ হাসপাতালে ঢোকে। এর পরেই অনশনের সিদ্ধান্ত হয়। চার দিন কেটে গেলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। কর্তৃপক্ষ অবশ্য ছাত্রদের অনশন তুলে নিতে অনুরোধ জানিয়েছেন। অধ্যক্ষ জানিয়েছেন, সময় দিলেই সমস্যার সমাধান হবে।