ফাইল ছবি।
আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। গরমে অস্বস্তি থাকবে। স্থানীয় ভাবে আকাশে মেঘ তৈরি হলেও তাতে ভিজবে না শহর। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। এর জেরে উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গ জুড়েও চলবে হালকা বৃষ্টি।
কলকাতায় ভারী না হলেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। সামগ্রিক ভাবে আকাশে কালো মেঘ থাকলেও, তা থেকে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, স্থানীয় ভাবে মেঘ তৈরি হলেও অস্বস্তিকর গরম থেকে আপাতত রেহাই মিলছে না।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। এর জেরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি হবে। কয়েক দফা অতি ভারী বৃষ্টিও হতে পারে পূর্বাভাস হাওয়া অফিসের। সোমবার দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে।