প্রতীকী ছবি।
পলতায় পুরসভার জলের পাইপ লাইন ফেটে বিপত্তি। কলকাতার বিস্তীর্ণ অংশে জলের সমস্যা। সারা রাত ধরে মেরামতির পর পাইপ লাইন ঠিক হয়েছে। বুধবার বিকেল থেকে শহরে স্বাভাবিক জল সরবরাহ শুরু হয়ে যাবে বলে পুরসভা সূত্রে খবর।
পুরসভার দাবি, মঙ্গলবার বিকেলে পলতার ক্যান্টনমেন্ট এলাকায় সেনাবাহিনীর কাজ চলার সময়ে পুরসভার ১০ ইঞ্চির জলের পাইপ লাইন ফেটে যায়। গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এর জেরে পলতা থেকে টালায় জল সরবরাহ ব্যাহত হয়। পুরসভার কর্মীরা সারারাত ধরে পাইপ মেরামত করেন।
পুর কর্মীদের একাংশের অভিযোগ, লাইনের পাশে কাজ করার অনুমতি নেয়নি সেনা। এ দিকে টালার ট্যাঙ্কে যতটুকু জল মজুত ছিল তা বুধবার সকালে উত্তর-মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে সরবরাহ করা গিয়েছে। আবার জল আসবে বুধবার বিকেল বিকেল সাড়ে তিনটের পর।
এ দিকে জলসঙ্কটের পরিস্থিতি তৈরি হতে পারে, এই আশঙ্কায় পুরসভার তরফে বিভিন্ন জায়গায় জলের গাড়ি পাঠানো হয়। প্রায় ৯০ শতাংশের বেশি এলাকায় সকাল সাড়ে ন'টা পর্যন্ত জল দেওয়া গিয়েছে, বলে জানিয়েছে কলকাতা পুরসভা।