৭২ ঘণ্টা পরেও দুর্ভোগ ঘোচেনি বাইপাসের ধারে ভগৎ সিংহ কলোনির। গত ৯ ও ১০ জুলাইয়ের ভারী বর্ষণে শহর কলকাতার আরও অনেক ওয়ার্ডের মতো পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের নয়াবাদ, পূর্বালোক, ভগৎ সিংহ কলোনি এবং যমুনানগর জলমগ্ন হয়। আশপাশের পুকুর উপচে জল ঢুকে যায় বহু বাড়িতেও।
শহরের অন্যান্য এলাকা থেকে জল সরলেও রবিবার পর্যন্ত রেহাই পাননি ওই এলাকার বাসিন্দারা। মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহ এ দিন জানান, বাইপাসের ধারে দু’একটি জায়গায় এখনও জল জমে আছে। নিকাশি দফতরের কর্মীরা নজর রাখছেন। পাম্প চালিয়ে জল বার করার চেষ্টা চলছে।
পুরসভার এই ওয়ার্ডটি বামেদের দখলে ছিল। এ বারই তৃণমূলের দখলে এসেছে। স্বভাবতই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল শাসিত পুরবোর্ড কতটা ‘আগ্রহী’, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তারকবাবু অবশ্য জানান, ওখানকার নিকাশি ব্যবস্থা খুব দুর্বল। আগে কোনও কাজই হয়নি। নতুন করে সেখানে ‘কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্প’-তে কাজ হবে। ওই কলোনির বাসিন্দারা এ দিন বলেন, ‘‘তিন দিন আগের বৃষ্টির জল এখনও সরল না। ফের বৃষ্টি হলে কী হবে, সেই আতঙ্কেই রয়েছি।’’