Majerhat

বেইলি ব্রিজে গাড়ি চলাচলে নতুন নিয়ম, দুর্ভোগ এড়াতে দেখে নিন নয়া নিয়ম

বেইলি ব্রিজ দিয়ে আপাতত ছোট গাড়ি চলাচলে অনুমতি রয়েছে। বাইক, ব্যক্তিগত গাড়িই আপাতত চলছে। বাস এবং বড় গাড়ি ব্রেসব্রিজ দিয়ে বন্দর এলাকা দিয়ে রিমাউন্ট রোড এবং খিদিরপুর দিয়েই যাতায়াত করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ২১:২৪
Share:

তারাতলায় বেইলি ব্রিজ।—ফাইল চিত্র

তারাতলায় বেইলি ব্রিজ চালু হলেও, এত দিন একমুখী গাড়ি চলাচল করত। মঙ্গলবার থেকে সেই নিয়মের পরিবর্তন হচ্ছে।

Advertisement

কী সেই নিয়ম? কোন সময়ে, কোন দিকে গাড়ি চলবে?

বেইলি ব্রিজ দিয়ে আপাতত ছোট গাড়ি চলাচলে অনুমতি রয়েছে। বাইক, ব্যক্তিগত গাড়িই আপাতত চলছে। বাস এবং বড় গাড়ি ব্রেসব্রিজ দিয়ে বন্দর এলাকা দিয়ে রিমাউন্ট রোড এবং খিদিরপুর দিয়েই যাতায়াত করবে।

Advertisement

এত দিন তারাতলার দিক থেকে আলিপুরের দিকে গাড়ি চলাচল করছিল। তার পরিবর্তে এ বার দু’দিকেই গাড়ি যাতায়াত করবে। কলকাতা পুলিশ সূত্রে খবর, সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেইলি ব্রিজ দিয়ে উত্তর দিকে গাড়ি যাবে। অর্থাৎ তারাতলার দিক থেকে গাড়ি এনআর অ্যাভিনিউ থেকে বেইলি ব্রিজ হয়ে আলিপুর রোডের দিকে যাবে। আবার দুপুর ১টার পরে গাড়ি চলাচল দক্ষিণমুখী হয়ে যাবে। অর্থাৎ আলিপুর রো়ড হয়ে গাড়িগুলি বেইলি ব্রিজ-এনআর অ্যাভিনিউ হয়ে তারাতলার দিকে যাবে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: বেলা বাড়তেই ভোগান্তি, দুপুরেই থমকাল বেসরকারি বাসের চাকা

গ্রাফিক্স— শৌভিক দেবনাথ।

একই রকম ভাবে নিউ আলিপুরের কাছে সাহাপুর রো়ডেও গাড়ি চলাচল নিয়ন্ত্রিত হবে। ওই এলাকাতে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাহাপুর রোড থেকে গাড়ি তারাতলা মোড়ের দিকে যাতায়াত করবে। দুপুর ১টার পরে আলিপুরের দিক থেকে আসা গাড়ি এনআর অ্যাভিনিউ হয়ে তারাতলায় ঢুকবে।

আরও পড়ুন: ‘আপনি তো মহিলা, ২০ নয় হাওড়া যেতে ১০০ টাকা লাগবে’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement