Independence Day

কলকাতা বিমানবন্দরের ভিতর অভিনব স্বাধীনতা দিবস পালন! দেখুন ভিডিয়ো

কলকাতা বিমানবন্দরের ভিতর এক দল তরুণ-তরুণীর স্বাধীনতা দিবস উদ্‌যাপন মুগ্ধ করেছে নেটিজেনদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৯ ১৯:৪৪
Share:

কলকাতা বিমানবন্দরের ভিতর স্বাধীনতা দিবস উদ্‌যাপন। ছবি ফেসবুক ভিডিয়ো থেকে নেওয়া।

দেশ জুড়ে বৃহস্পতিবার পালিত হল ৭৩তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে কলকাতা বিমানবন্দরের ভিতর এক দল তরুণ-তরুণীর স্বাধীনতা দিবস উদ্‌যাপন মুগ্ধ করেছে নেটিজেনদের। এঁরা সবাই ছিলেন সে দিনের কোনও না কোনও বিমানের যাত্রী।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের মধ্যেই সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ওই যাত্রীরা। তাঁদের সকলের হাতেই রয়েছে জাতীয় পতাকা। সেই পতাকা নিয়ে অক্ষয় কুমারের ‘কেশরি’ ছবির ‘তেরি মিট্টি’ গানের সুরে নাচছেন তাঁরা। সেই নাচ দেখতে তাঁদের ঘিরে দাঁড়িয়েছিলেন বিমানবন্দরে উপস্থিত অন্যান্য যাত্রীরাও।

এই ঘটনার ভিডিয়ো নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিয়ো দেখে ফেলেছেন প্রায় ৭ লক্ষ ইউজার। ভিডিয়োটি শেয়ার হয়েছে ১৮ হাজারেরও বেশি বার।

Advertisement

বিমানবন্দরের ভিতর এই স্বাধীনতা দিবস উদ্‌যাপন দেখে মোহিত নেটিজেনরা। স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় তাঁরা ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।

আরও পড়ুন: মিলল না জামিন, এক দিনের পুলিশ হেফাজত রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলের

আরও পড়ুন: রূপান্তরকামী মেয়ের উদ্ধার নিয়ে জট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement