দোকানে কোনাকাটা করছেল বৈশাখী-শোভন। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মন্ত্রী-মেয়র থাকার সময় দলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ না দেওয়ার জন্য ধমক খেতে শোনা গিয়েছিল তাঁকে। এমনকি, শপিংয়ে যাওয়া নিয়েও প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
কলেজ শিক্ষক বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার বার অসন্তোষ প্রকাশ নিয়ে মৃদু প্রতিবাদও শোনা গিয়েছিল শোভনের মুখে। যদিও সে সব এখন অতীত। গঙ্গা দিয়ে জল অনেকটাই গড়িয়েছে।
জল্পনা-বিতর্ক উষ্কে প্রথমে মন্ত্রী পরে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন শোভন চট্টোপাধ্যায়। তবে, প্রায় নিত্য দিনই এখন সংবাদ শিরোনামে রত্না-শোভন-বৈশাখীর সাংসারিক কলহ। একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি চলছেই।
আর এত কিছু মধ্যেই আলোচনার নয়া উপকরণ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে যাঁরা, সেই বৈশাখী-শোভনকে নিয়ে একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কোনও একটি কাপড়ের দোকানে কেনাকাটি করতে গিয়েছেন বৈশাখী। সঙ্গে রয়েছেন শোভন চট্টোপাধ্যয়। তাঁর সঙ্গে নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন।
দোকান থেকে একটি শাড়ি কিনলেন বৈশাখী। শাড়ির দাম হিসেবে ১২০০ টাকা মিটিয়ে দেন বৈশাখী। ভিডিয়োটিতে আগাগোড়াই বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে শোভন চট্টোপ্যাধ্যায়কে। দোকানদার হেভিওয়েট দুই ক্রেতার জন্য আতিথেয়তার কোনও ত্রুটি রাখেননি। শোভনদের বসার জন্য টুলও এগিয়ে দেন তিনি।
আরও পড়ুন: কেউ তো জিতল না এতে, বলছেন অভিমানী শোভন-পুত্র
আরও পড়ুন: অনেক সুযোগ দিয়েছিলেন মমতা, কিন্তু শোধরাননি শোভন
খুব সম্ভবত, দোকানের কোনও কর্মীই ভিডিয়োটি তুলেছিলেন। যদিও এটি কবেকার ভিডিয়ো, কোন দোকানের ভিডিয়ো তা জানা যায়নি। এমনকি, ভিডিয়োটির সত্যটা ‘আনন্দবাজার ডট কম’-এর পক্ষ থেকে যাচাই করাও সম্ভব হয়নি।
(শহরের প্রতি মুহূর্তের সেরা বাংলা খবর জানতে পড়ুন আমাদের কলকাতা বিভাগ।)