সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে, গাঙ্গুলিবাগানের রায়পুরের ঘটনা। এ নিয়ে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন সিপিএম নেতারা। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে রায়পুর রোডে সিপিএমের দলীয় কার্যালয়ে জানলা ভাঙা হয়। তবে দরজার তালা ভাঙা হয়নি। সিপিএমের অভিযোগ, বুধবারের ধর্মঘট ব্যর্থ করতেই তৃণমূলের মদতে এই হামলা চালানো হয়েছে। ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, ‘‘তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। সিপিএম পরিকল্পিত ভাবে অপপ্রচার করছে।’’