RG Kar Hospital

আরজি কর হাসপাতাল থেকে নিখোঁজ দমদম জেলের চিকিৎসাধীন বন্দি!

আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটা থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না দমদম সংশোধনাগারের বিচারাধীন বন্দি ২৮ বছর বয়সি মহম্মদ সাজিদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ১২:২২
Share:
Under trial prisoner missing from RG Kar Hospital on Wednesday morning

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আরজি কর হাসপাতাল থেকে হঠাৎই ‘নিখোঁজ’ হয়ে গেলেন দমদম সংশোধনাগারের বিচারাধীন এক বন্দি। গত ৪ নভেম্বর থেকে আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

Advertisement

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটা থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ওই বন্দি ২৮ বছর বয়সি মহম্মদ সাজিদের। বিচারাধীন বন্দির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, দমদম সংশোধনাগারের তরফে ওয়ার্ডেন শিশির বিশ্বাস এবং সাজ্জাদ শেখ ওই বন্দির নিরাপত্তার দায়িত্বে ছিলেন। নজরদারি থাকা সত্ত্বেও ওই বন্দি সরকারি হাসপাতাল থেকে বেপাত্তা হলেন কী করে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement