—ফাইল চিত্র।
রবীন্দ্র সরোবরে দুই তরুণীকে নিগ্রহের ঘটনায় আকাশ দাস ও সুব্রত দাস নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তারা শহিদ স্মৃতি কলোনির বাসিন্দা। এই ঘটনায় গত ২৪ ঘণ্টায় মোট তিন জনকে ধরা হয়েছে।
গত বুধবার বিকেলে রবীন্দ্র সরোবরে গিয়েছিলেন হেরম্বচন্দ্র কলেজের পড়ুয়া আব্দুল মোস্তাক নামে এক যুবক। অভিযোগ, সেখানে তাঁর সঙ্গে থাকা দুই বান্ধবীকে ঘিরে ধরে কয়েক জন যুবক নিগ্রহ করে। এক জনের পোশাক ধরে টানার পাশাপাশি অন্য জনের গায়ে ধাক্কা মারা হয়। মোস্তাকের আরও অভিযোগ, রবীন্দ্র সরোবর থানার ওসিকে সরাসরি ফোন করলেও সাহায্য মেলেনি। পুলিশ না পাঠিয়ে ওসি তাঁদের থানায় গিয়ে অভিযোগ করতে বলেন। এই ঘটনায় সরোবরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে ওসির তরফে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। দক্ষিণ-পূর্ব ডিভিশনের ডিসি দেবস্মিতা দাস অবশ্য দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন। তার পরেই বৃহস্পতিবার রাতে শেখ ফিরোজ নামে এক জনকে গ্রেফতার করা হয়। এ দিন ধরা হয় বছর উনিশের আকাশ এবং বছর আঠারোর সুব্রতকে।
শুক্রবার কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী ‘উইনার্স’ রবীন্দ্র সরোবর চত্বরে যায়। সেখানে মহিলাদের সঙ্গে কথাও বলেন পুলিশকর্মীরা। তবে রাত পর্যন্ত তাঁদের হাতে কেউ
গ্রেফতার হয়নি।