গাঁধী জয়ন্তীতে নতুন পদক্ষেপ কলকাতা মেট্রোর নিজস্ব চিত্র।
গাঁধী জয়ন্তীতে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের দু’টি লিফ্ট জাতির সেবায় নিবেদন করল মেট্রো রেল কর্তৃপক্ষ। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী। এই দু’টি লিফ্টে করে এক সময়ে ১০ জন ওঠানামা করতে পারবেন।
লিফ্ট দু’টিকে জাতির সেবায় নিবেদন করেন দুই প্রাক্তন মেট্রো চালক সঞ্জয় শীল ও তপন নাথ। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর ভারতের প্রথম মেট্রো পরিষেবা চালু হওয়ার সময় তাঁরা ছিলেন মেট্রোর চালক।
গাঁধী জয়ন্তী উপলক্ষে শনিবার মহাত্মা গাঁধী মেট্রো স্টেশনে ‘শ্রমদান’ পালিত হয়। স্টেশন ও স্টেশনের বাইরের এলাকা পরিষ্কার করেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ পৃথ্বীরাজ সেন। তিনি সমাজসেবায় গাঁধীর অবদান নিয়ে বক্তৃতা দেন। মহাত্মা গাঁধী মেট্রো স্টেশনে যাত্রীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিলি করেন আধিকারিকরা।