দু’দিনে চারটি দুর্ঘটনায় মৃত দুই

পুলিশ জানিয়েছে, সন্তোষ গুপ্ত (৪৫) নামে এক মোটরবাইক চালককে পণ্যবাহী একটি গাড়ি ধাক্কা মারলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। পটারি রোডের বাসিন্দা ওই ব্যক্তির শরীরে একাধিক চোট লাগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ০২:১৯
Share:

প্রতীকী ছবি।

শহরের বুকে পরপর দু’দিনে চারটি পণ্যবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দু’জন। জখম হলেন আরও দুই।

Advertisement

প্রথম ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় ট্যাংরার ডি সি দে রোডে। পুলিশ জানিয়েছে, সন্তোষ গুপ্ত (৪৫) নামে এক মোটরবাইক চালককে পণ্যবাহী একটি গাড়ি ধাক্কা মারলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। পটারি রোডের বাসিন্দা ওই ব্যক্তির শরীরে একাধিক চোট লাগে। তাঁকে উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ গাড়িটিকে চালক-সহ আটক করে। পরের দুর্ঘটনাটি ঘটে ওই রাতেই পৌনে ১১টা নাগাদ বেলগাছিয়া রোডের উপরে বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছে। পণ্যবাহী একটি গাড়ি জিসম আলি (৩৬) নামে এক যুবককে ধাক্কা মারে। দুর্ঘটনায় ওই যুবকের মাথায় চোট লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ গাড়িটিকে আটক করলেও চালক পলাতক।

ওই দুর্ঘটনার আধ ঘণ্টার মধ্যেই বিদ্যাসাগর সেতুর উপরে একটি পণ্যবাহী গাড়ি কলকাতার দিকের দ্বিতীয় পিলারের কাছে কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেটি একটি গাড়ি, ট্যাক্সি-সহ আরও দু’টি পণ্যবাহী গাড়িকে ধাক্কা মারে। তাতে ট্যাক্সিচালক উত্তম কামার জখম হন। বৃহস্পতিবার সকালে ফের বিদ্যাসাগর সেতুর উপরে একটি পণ্যবাহী গাড়ি হঠাৎ ব্রেক কষে ফেললে সেটির পিছনে থাকা গাড়িগুলি পর পর একটি অন্যটিকে ধাক্কা মারে। তাতে এক পণ্যবাহী গাড়ির খালাসি জখম হন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement