CAA

ইন্ডোরে ঢোকার সময়ে মোদীর কনভয়ের কাছে কালো পতাকা, গ্রেফতার ২

তত ক্ষণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে ঢুকে গিয়েছে প্রধানমন্ত্রীর কনভয়। পুলিশ দু’জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। তার মধ্যে এক জন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ১৪:৩০
Share:

পুলিশি ঘেরাটোপের মধ্যেই ‘নরেন্দ্র মোদী গো ব্যাক’, ‘ছাত্র পরিষদ জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। নিজস্ব চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ের সামনে কালো পতাকা দেখিয়ে, ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে গ্রেফতার হলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি-সহ দুজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ১১টা নাগাদ প্রধানমন্ত্রী পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার সময় ঘটনাটি ঘটে।

Advertisement

প্রধানমন্ত্রীর কনভয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেট দিয়ে যখন ইন্ডোরে ঢুকছিল, তখন সেখান থেকে কয়েকশো মিটার দূরে হঠাৎই পুলিশি ঘেরাটোপের মধ্যেই ‘নরেন্দ্র মোদী গো ব্যাক’, ‘ছাত্র পরিষদ জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন ভিড়ের মধ্যে মিশে থাকা জনা কয়েক বিক্ষোভকারী

তাঁরা হাতে রুমালের মাপের কালো পতাকা এবং ছাত্র পরিষদের পতাকা বের করে নাড়াতে শুরু করেন।
সঙ্গে সঙ্গে পুলিশ বিক্ষোভকারীদের ধরে ফেলে।

Advertisement

আরও পড়ুন: প্রতিবাদে ‘বন্ধু’ অসম আর কলকাতা

হাতে রুমালের মাপের কালো পতাকা এবং ছাত্র পরিষদের পতাকা বের করে নাড়াতে শুরু করেন বিক্ষোভকারীরা। নিজস্ব চিত্র।

তত ক্ষণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে ঢুকে গিয়েছে প্রধানমন্ত্রীর কনভয়। পুলিশ দু’জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। তার মধ্যে এক জন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ। কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তা যদিও ঘটনা প্রসঙ্গে দাবি করেছেন, ‘‘প্রধানমন্ত্রীর কনভয় থেকে অনেক অনেক দূরে ঘটনা ঘটেছে। কোনও ভাবেই তাঁর নিরাপত্তা বিঘ্নিত হয়নি।”

শনিবার থেকেই বিভিন্ন সংগঠন এবং বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কলকাতা পুলিশের ঘেরাটোপ পেরিয়ে কোনও বিক্ষোভকারীই ধারে পাশে পৌঁছতে পারেননি। এ দিন দূর থেকে হলেও ‘সফল’ হন ওই দুই বিক্ষোভকারী। নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান সেরে হেলিকপ্টারেই বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement