ঢাকুরিয়া থেকে নয়া উড়ালপুল

তবে মন্ত্রী বলেন, ‘‘এখানে যে হেতু রাস্তার মাঝখানে পাইলিংয়ের মাধ্যমে সেতু তৈরি হবে, তাই সে ভাবে যানজট হবে না।’’ তিনি জানান, উড়ালপুল তৈরি করতে গিয়ে যা গাছ কাটা পড়বে, তা তুলে নিয়ে গিয়ে অন্যত্র বসানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ০০:০০
Share:

সরেজমিন: মেরামতির কাজ শুরু হওয়ার আগে চলছে মাপজোক। বৃহস্পতিবার, ঢাকুরিয়া ব্রিজে। —নিজস্ব চিত্র।

ঢাকুরিয়া ব্রিজ থেকে নামার পরে যানজট এড়িয়ে সোজা যাদবপুর পৌঁছে যেতে তৈরি হবে নতুন একটি পর্যন্ত উড়ালপুল। বৃহস্পতিবার বিধানসভায় এ কথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, বাম আমলে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে এই উড়ালপুল তৈরির বিষয়টি পরিকল্পনা স্তরেই থেকে যায়। এ দিন মন্ত্রী জানান, ওই উড়ালপুলের বিস্তারিত রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। প্রায় ১.৬ কিলোমিটার লম্বা ওই সেতু তৈরি করতে রাজ্য সরকারের প্রায় আড়াইশো কোটি টাকা খরচ হবে বলে ধরা হয়েছে। তবে মন্ত্রী বলেন, ‘‘এখানে যে হেতু রাস্তার মাঝখানে পাইলিংয়ের মাধ্যমে সেতু তৈরি হবে, তাই সে ভাবে যানজট হবে না।’’ তিনি জানান, উড়ালপুল তৈরি করতে গিয়ে যা গাছ কাটা পড়বে, তা তুলে নিয়ে গিয়ে অন্যত্র বসানো হবে।

তবে এই নতুন উড়ালপুল তৈরির কাজ শুরুর আগে ঢাকুরিয়া উড়ালপুলের মেরামতির কাজ হবে। মন্ত্রী বলেন, ‘‘এটি এবং বিজন সেতু পুরনো পদ্ধতিতে তৈরি। তাই, ইঁদুরের উৎপাতে সেতুগুলি ক্রমশ বসে যাচ্ছে। সে কারণেই, সেতুগুলি মেরামত করা প্রয়োজন। প্রায় ৪০ দিনে এই মেরামতের কাজ শেষ হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement