হোর্ডিংয়ের লেখা নিয়ে বিতর্কের জেরে বন্ধ হয়ে গেল দু’দিনব্যাপী ফুটবল খেলা।
শনি ও রবিবার ওই খেলার আয়োজন হয়েছিল রাজারহাট-গোপালপুরের পশ্চিম নারায়ণতলার পল্লিশ্রীর মাঠে। বলা হয়েছিল এলাকার প্রয়াত তিন যুবনেতা এবং নোট বাতিলের জেরে মৃতদের একযোগে স্মরণ করা হবে। হোর্ডিংয়ে লেখা হয়েছিল, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই খেলার আয়োজন। সেই মতো মুখ্যমন্ত্রীর ছবিও দেওয়া হয়। ছিল এলাকার বিধায়ক তথা কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর ছবিও। তাতেই শুরু হয় বিতর্ক। সূত্রের খবর, বিষয়টি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয়। এর পরে শুক্রবার রাতেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে ওই খেলা বন্ধ রাখতে নির্দেশ পাঠানো হয়। পুলিশ জানায়, খেলার পুলিশি অনুমতি ছিল না। রাতেই সমস্ত আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
এ নিয়ে মন্ত্রী পূর্ণেন্দু বসুকে ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। ওই বিধানসভা কেন্দ্র যিনি নিয়ন্ত্রণ করেন সেই রাজ্যসভার সাংসদ দোলা সেনকে টেলিফোন করা হলে তিনি বলেন,‘‘আমি দিল্লিতে। জানি না কী হয়েছে।’’ তবে খেলার আয়োজনের দায়িত্বে থাকা বিধাননগর পুর নিগমের মেয়র পারিষদ প্রণয় রায় বলেন, ‘‘রাজ্য নেতৃত্ব ওই খেলার সঙ্গে নোট বাতিলের ভুক্তভোগীদের বিষয়টি সম্ভবত ভাল চোখে দেখেননি। তাই বাতিল হয়েছে।’’