—প্রতীকী চিত্র।
টি-টোয়েন্টি ম্যাচে লজ্জার নজির গড়ল আইভোরি কোস্ট। মাত্র ৭ রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফ্রিকা অঞ্চলের প্রাথমিক যোগ্যতা অর্জন এই নজির তৈরি করল আইভোরি কোস্ট। এই ম্যাচে নাইজেরিয়া জয় পেয়েছে ২৬৪ রানে।
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে কম রানের ইনিংস। ২২ গজের লড়াইয়ে মাত্র ৭ রানে অলআউট হয়ে গেল দিদিয়ের দ্রোগবার দেশ। এত কম রানে আগে কোনও দলের ইনিংস গুটিয়ে যায়নি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে। এর আগে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম রানের ইনিংসের রেকর্ড ছিল মঙ্গোলিয়া এবং আইল অফ ম্যানের। দু’টি দলের ইনিংসই শেষ হয়েছিল ১০ রানে। গত বছর সিঙ্গাপুরের বিরুদ্ধে মঙ্গোলিয়া এবং স্পেনের বিরুদ্ধে আইল অফ ম্যানের ইনিংস ১০ রানে শেষ হয়েছিল।
আইভোরি কোস্টের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। প্রথমে ব্যাট করে তারা করে ৪ উইকেটে ২৭১ রান। নাইজেরিয়ার ওপেনার সেলিম সালাউ ১৩টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৫৩ বলে ১১২ রানে ইনিংস খেলেন। আহত হয়ে মাঠ ছাড়েন তিনি। এ ছাড়া ভাল রান করেন ইসাক ওকপে (২৩ বলে অপরাজিত ৬৫) এবং অন্য ওপেনার সুলাইমন রানসেউ (২৯ বলে ৫০)।
জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭.৩ ওভারেই শেষ হয়ে যায় আইভোরি কোস্টের ইনিংস। দলের আট ব্যাটার কোনও রান করতে পারেননি। তিন জন করেছেন এক রান করে। সর্বোচ্চ ৪ রান এসেছে ওপেনার উয়াত্তারা মোহামেদের ব্যাট থেকে। কোনও উইকেট না হারিয়েই ৪ রান তুলেছিল আইভোরি কোস্ট। তার পর ৩ রানে বাকি ১০ উইকেট হারায় তারা। নাইজেরিয়ার সফলতম বোলার প্রসপার উসেনি কোনও রান না দিয়ে ৩ উইকেট নিয়েছেন। আর এক বোলার পিটার আহো কোনও রান না দিয়ে ২ উইকেট নিয়েছেন।