কলকাতা হাই কোর্ট। — ফাইল চিত্র।
কলকাতা হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১০টি পদে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে রয়েছে পাঁচটি পদে। বারের মোট ১৫টি পদে নির্বাচন হয়েছে। সভাপতি পদে এগিয়ে তৃণমূলের অশোককুমার ঢনঢনিয়া। বিজেপির কৃষ্ণেন্দু ভট্টাচার্য এগিয়ে সহসভাপতি পদে। বারের কোষাধ্যক্ষ পদে এগিয়ে রয়েছেন তৃণমূলের সৌমিক গঙ্গোপাধ্যায়।
বারের অন্যতম গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক। ওই পদে এগিয়ে রয়েছেন বিজেপির শঙ্করপ্রসাদ দলপতি। এর আগে বারের সাধারণ সম্পাদক পদে ছিলেন তৃণমূলের বিশ্বব্রত বসুমল্লিক। সহ-সম্পাদকের দু’টি পদের মধ্যে তৃণমূল এবং বিজেপির এক জন করে প্রার্থী জয়ী হয়েছেন। বারের এগজিকিউটিভ কমিটি মেম্বার্স-এ ন’টি পদ রয়েছে। তার মধ্যে সাতটিতে জিতেছে তৃণমূল। বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন দু’টিতে।
এই নির্বাচন নিয়ে একটি মামলা কলকাতা হাই কোর্টে বিচারাধীন রয়েছে। আগামী সপ্তাহে তার শুনানি হওয়ার কথা। সেখানে এই ফলাফলের রিপোর্ট জমা দেওয়া হবে। তার পরে চূড়ান্ত নির্দেশ দেবে আদালত। তখনই জয়ীর নাম ঘোষণা করা যাবে।