ট্যাংরা কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা-সহ তিন

ট্যাংরায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হল এলাকার দুই তৃণমূল নেতা অলোক খাটুয়া এবং প্রদীপ গুহকে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে অলোক খাটুয়ার শাগরেদ প্রবীর সরকার ওরফে বাপিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৫ ১৬:২৬
Share:

ট্যাংরায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হল এলাকার দুই তৃণমূল নেতা অলোক খাটুয়া এবং প্রদীপ গুহকে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে অলোক খাটুয়ার শাগরেদ প্রবীর সরকার ওরফে বাপিকে। উদ্ধার করা হয়েছে একটি গুলিভরা দেশি ছ’ঘরা রিভলভার এবং দু’টি কার্তুজ। বৃহস্পতিবার রাতে প্রগতি ময়দান থানা এলাকার দুর্গাপুর থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার অফিসারেরা।

Advertisement

পুলিশের দাবি, অলোক ও বাপি গত মঙ্গলবার ট্যাংরার গুলি ও বোমাবাজির ঘটনায় মূল অভিযুক্ত। এর বাইরে তাঁদের বিরুদ্ধে প্রগতি ময়দান থানায় অস্ত্র আইনে আলাদা একটি মামলা রুজু করা হয়েছে। সেই মামলাতেই এ দিন তাদের আলিপুর আদালতে পেশ করে পুলিশ। গোয়েন্দা সূত্রের দাবি, প্রগতি ময়দান মামলায় ওই দু’জনকে গ্রেফতার করা হলেও পরবর্তী কালে ট্যাংরার মামলাতেও তাঁদের গ্রেফতার করা হবে।

এ নিয়ে ট্যাংরা কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। কলকাতার এক তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ধৃত তৃণমূল নেতা অলোক খাটুয়া ও বাপি। তাদের সঙ্গে অন্য অভিযুক্ত প্রদীপ গুহর মধ্যে সিণ্ডিকেট বিবাদকে কেন্দ্র করেই তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ চরমে ওঠে মঙ্গলবার। যার জেরে ওই দিন দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হারে বোমাবাজি হয়। চলে চার রাউন্ড গুলিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement