রাত ১২টা নাগাদ বুকিং পেয়ে যাত্রী তুলতে সরু গলিতে ঢুকেছিলেন অ্যাপ-ক্যাব চালক। ওই রাস্তা ধরেই উল্টো দিক থেকে আসছিল একটি বাইক। অভিযোগ, কেন ক্যাবচালক রাস্তা ছাড়েননি, এই প্রশ্ন তুলে তিন যুবক বচসা জুড়ে দেয় চালকের সঙ্গে। হঠাৎই চালককে মারধর করে তাঁর মোবাইল তুলে চম্পট দেয় তারা। চালক গাড়ি নিয়ে কিছু দূর যাওয়ার পরে ওই তিন জন ফের পথ আটকায়। এ বার গাড়িতে উঠে চালককে আর এক প্রস্ত মারধর করে চলে লুঠপাট।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তপসিয়ার লোকনাথ বসু গার্ডেন লেনে। ক্যাবচালক বুধবার অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ তিন দুষ্কৃতীকে গ্রেফতারের পাশাপাশি বাইকটিও বাজেয়াপ্ত করেছে। ধৃতদের নাম রহিত দাস, অরূপ নস্কর ও সুমনকুমার বসু। বৃহস্পতিবার আদালতে তাদের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত হয়।
পুলিশ জানায়, চালক সঞ্জিত যাদব মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ওই এলাকা থেকে বুকিং পান। তিনি যখন যাচ্ছেন, তখনই তিন দুষ্কৃতী বাইকে এসে পথ আটকায়। সুমন এবং রহিত বাইকে বসে থাকলেও অরূপ গাড়িতে চাপড় মারতে থাকে। এবং চালককে বাধ্য করে কাচ নামাতে।
পুলিশ জেনেছে, কাচ নামানোর পরেই সঞ্জিতকে চড় মারে অরূপ। এর পরে তাঁর মোবাইলটি নিয়ে চলে যায়। সঞ্জিত অভিযোগে জানান, তিনি অন্য একটি ফোন থেকে মালিকের সঙ্গে কথা বলেন। এরই মধ্যে যাত্রীর ফোন পেয়ে গাড়ি চালু করলে সুমন, রহিত ও অরূপ সঞ্জিতকে ঘিরে ধরে গাড়িতে উঠে পড়ে। এবং জোর করে দু’হাজার টাকা ও নথি নিয়ে পালায়।
সঞ্জিত পুলিশকে জানিয়েছিলেন, এক দুষ্কৃতীর হাতে ট্যাটু রয়েছে এবং তার চুল কায়দা করে ছাঁটা। এক অফিসার বলেন, ‘‘এক দুষ্কৃতীর চেহারার বিবরণ পাওয়ার পরেই থানার এক কর্মী অরূপকে চিনতে পারেন। তাকে ধরার পরে বাকিদের খোঁজ মেলে।’’