“লাদেন”-এর বোমা হুমকিতে হইচই বিমানবন্দরে

বিমানে বোমা আছে বলে ফোন এল এয়ার ইন্ডিয়ার কর্মীর মোবাইলে। বৃহস্পতিবার গভীর রাত পৌনে দু’টোয় তখন সেই মহিলা কর্মী বাড়িতে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। পুরুষকন্ঠ ফোন করে বলেন, ‘‘ইন্ডিয়ান এয়ারলাইন্সে বোমা রাখা আছে।’’ কে বলছেন? উত্তর আসে, ‘‘ওসামা বিন লাদেন।’’ ফোন কেটে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ১৯:৫২
Share:

বিমানে বোমা আছে বলে ফোন এল এয়ার ইন্ডিয়ার কর্মীর মোবাইলে। বৃহস্পতিবার গভীর রাত পৌনে দু’টোয় তখন সেই মহিলা কর্মী বাড়িতে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। পুরুষকন্ঠ ফোন করে বলেন, ‘‘ইন্ডিয়ান এয়ারলাইন্সে বোমা রাখা আছে।’’ কে বলছেন? উত্তর আসে, ‘‘ওসামা বিন লাদেন।’’ ফোন কেটে যায়।

Advertisement

ঝুঁকি নিতে চাননি ওই কর্মী। বিষয়টি ওই রাতেই জানান বিমানবন্দরে ডিউটে থাকা এয়ার ইন্ডিয়ার নিরাপত্তারক্ষীদের। খবর ছড়াতে সময় লাগে না। এই ধরণের হুমকি এলে ‘বোম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’ তৎপর হয়ে ওঠে। বৈঠক করে বোঝার চেষ্টা হয় হুমকির গুরুত্ব। বৃহস্পতিবার গভীর রাতেও শুরু হয় বৈঠক। পদস্থ অফিসারেরা চলে আসেন বিমানবন্দরে। এর পাশাপাশি এয়ার ইন্ডিয়ার অফিস, টার্মিনাল বিল্ডিং তল্লাশিও শুরু হয়। তল্লাশি করে অবশ্য কিছুই মেলেনি। যদিও ঘুম ছুটে যায় অফিসারদের। যে মোবাইল নম্বর থেকে মহিলার কাছে ফোন এসেছিল, সেই নম্বরে বিমানবন্দরের নিরাপত্তা অফিসারেরা ফোন করেন। ওই ব্যক্তি জানান, তিনি নাকি ওই মহিলা কর্মীর বন্ধু। এবং নিছক মজা করার জন্যই ওই ফোন করেন। পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement