Kolkata Municpal Corporation

চাঁপদানি পুরসভাকে মডেল করবে কলকাতা

এ বার কলকাতা পুরসভার প্রতিনিধিদল ঘুরে এল হুগলির চাঁপদানি পুরসভায়। সেখানে নিকাশির জল শোধনের যন্ত্র দেখে এলেন পুরসভার কমিশনার বিনোদ কুমার-সহ পদস্থ পুরকর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ০৭:১৯
Share:

কলকাতা পুরসভা। —ফাইল চিত্র।

কলকাতা পুরসভাকে পথ দেখাবে হুগলির চাঁপদানি পুরসভা।

Advertisement

এত দিন ধরে কলকাতা পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আকৃষ্ট করত রাজ্যের বিভিন্ন পুরসভাকে। কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাজ অনুসরণ করতে চিনের প্রতিনিধিরা কয়েক বছর আগে এ শহরে এসেছিলেন। ডেঙ্গি নিয়ন্ত্রণের কাজে কলকাতা পুরসভার মতামত নিয়েছে বাংলাদেশ প্রশাসনও। এ বার কলকাতা পুরসভার প্রতিনিধিদল ঘুরে এল হুগলির চাঁপদানি পুরসভায়।

সেখানে নিকাশির জল শোধনের যন্ত্র দেখে এলেন পুরসভার কমিশনার বিনোদ কুমার-সহ পদস্থ পুরকর্তারা। পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহ বলেন, ‘‘কলকাতা পুরসভা আগামী দিনে নিকাশির জল শোধন করে গাছ, রাস্তা ধোয়ার কাজে ব্যবহার করতে চায়। চাঁপদানি পুরসভা গঙ্গা সংলগ্ন এলাকায় নিকাশির জল পরিশোধনে আধুনিক যন্ত্র বসিয়েছে। ওই যন্ত্র দেখে এসেছি। সেটি সম্পর্কে বিস্তারিত জানতেও চেয়েছি।’’

Advertisement

চাঁপদানি পুরসভার প্রধান (চেয়ারম্যান) সুরেশ মিশ্রের কথায়, ‘‘পলতা ঘাটের পাশের হাইড্রেন মারফত নোংরা জল সরাসরি গঙ্গায় পড়ত। বহু বছর ধরে পরিকল্পনা ছিল, ওই নোংরা জল আমরা পরিশোধন করব।’’ উপ-প্রধান বিনয় কুমার জানান, প্রায় ২২ লক্ষ টাকা খরচে মাস চারেক আগে ওই যন্ত্র বসানো হয়েছে। পরীক্ষামূলক ভাবে সেটি কাজ করছে। আগামী দিনে আরও যন্ত্র বসানোর পরিকল্পনা আছে।

চাঁপদানি পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশকর্মী সুভাষ দত্ত বলছেন, ‘‘চাঁপদানিকে দেখে হুগলি তথা গঙ্গা লাগোয়া বিভিন্ন পুরসভা শিখুক। গঙ্গাদূষণের অন্যতম কারণই হল, বিভিন্ন পুর এলাকার নিকাশির জল সরাসরি গঙ্গায় পড়ে। ওই সব পুরসভা চাঁপদানির মতো নিকাশি পরিশোধন যন্ত্র বসালে গঙ্গাদূষণ ঠেকানো সম্ভব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement