সল্টলেক

দেড় ঘণ্টা বাড়ি ফাঁকা, সেই ফাঁকেই লুঠ

বাড়ি বন্ধ রেখে মাত্র দেড় ঘণ্টার জন্য বেরিয়েছিলেন গৃহকর্তা ও তাঁর স্ত্রী। সে ফাঁকেই ঘর লণ্ডভণ্ড করে টাকা-গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার সন্ধ্যায়, সল্টলেকের বি এল ব্লকের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ০০:১৩
Share:

বাড়ি বন্ধ রেখে মাত্র দেড় ঘণ্টার জন্য বেরিয়েছিলেন গৃহকর্তা ও তাঁর স্ত্রী। সে ফাঁকেই ঘর লণ্ডভণ্ড করে টাকা-গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার সন্ধ্যায়, সল্টলেকের বি এল ব্লকের ঘটনা।

Advertisement

পুলিশ জানায়, ওই বাড়িতে থাকেন আয়কর দফতরের প্রাক্তন যুগ্ম কমিশনার অমিত বসু ও তাঁর স্ত্রী। তাঁদের ছেলে থাকেন বিদেশে। অমিতবাবু পুলিশকে জানিয়েছেন, তাঁদের গাড়ি আছে। কিন্তু বাইরে গেলে তাঁরা সংস্থা থেকে চালক নেন। বুধবারও সে ভােব বিকেলে় নিউ টাউনের একটি শপিং মলে গিয়েছিলেন।

অমিতবাবু জানান, সাতটা নাগাদ ফেরেন তাঁরা। কিন্তু কিছুতেই দরজা খুলতে না পেরে শেষে মিস্ত্রি ডেকে দরজার পাশে গ্রিল খুলে ঢোকেন। ঢুকে অমিতবাবু দেখেন, ঘরের আলমারি ভেঙে লোপাট টাকা-গয়না। অমিতবাবুর অনুমান, শোওয়ার ঘরের জানলার গ্রিল কেটে ঢুকেছিল দুষ্কৃতীরা।

Advertisement

ঘটনার পরেই ১০০ ডায়ালে ফোন করেন অমিতবাবু। বিধাননগর পূর্ব থানায় অভিযোগও দায়ের করেন। গোয়েন্দা প্রধান কঙ্করপ্রসাদ বারুই বলেন, ‘‘কিছু সূত্র মিলেছে। দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে।’’

সল্টলেকের বাসিন্দাদের একাংশের অভিযোগ, যে সব বাড়িতে বৃদ্ধ-বৃদ্ধা থাকেন বা যাঁদের ছেলেমেয়েরা বাইরে থাকেন, তাঁদের বাড়িতে বেশি চুরি হচ্ছে। দুষ্কৃতীরা অনায়াসে সল্টলেকে ঢুকে রেইকি করে যাচ্ছে। প্রতি ক্ষেত্রেই তাদের কাছে নির্দিষ্ট তথ্য থাকছে। তা হলে পুলিশি নজরদারি কোথায়?

যদিও এক পুলিশকর্তা জানান, নজরদারি বেড়েছে বলেই চুরি, ছিনতাই কমেছে। এ ক্ষেত্রে কী ভাবে দুষ্কৃতীরা ওই বাড়ি সম্পর্কে তথ্য পেল, তা দেখা হচ্ছে।

অন্য দিকে, বৃহস্পতিবার ভিআইপি রোড থেকে এক আন্তর্জাতিক মোবাইল চুরি-চক্রের তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম দেবাশিস কেশরী, লিয়াকত আলি ও রনি ইসলাম। দেবাশিসই চক্রের পাণ্ডা। উদ্ধার হয়েছে ৭৮টি মোবাইল। পুলিশ খবর পায়, ইনদওর থেকে এক দুষ্কৃতী-দল কলকাতা হয়ে মালদহ যাচ্ছে। লেকটাউন মোড়ে ওঁত পেতে ওই তিন জনকে ধরা হয়।

পুলিশের দাবি, ধৃতেরা জানায়, মালদহের এজেন্ট মারফত চোরাই মাল তারা বেচত বাংলাদেশ, নেপাল ও ভূটানে। গোয়েন্দাপ্রধান কঙ্করপ্রসাদ বারুই জানান, চক্রের শিকড় বহু গভীরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement