Weather

পাহাড়ের সঙ্গে সমানে টক্কর দিচ্ছে সমতল, কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্য

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। ঠান্ডায় কাবু হয়ে পড়েছে কলকাতা।

Advertisement

নিজস্ব সংবাদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ১০:১৬
Share:

ফাইল চিত্র।

পাহাড়ের সঙ্গে যেন সমানে সমানে টক্কর দিচ্ছে সমতল। পাহাড়-সমতলে সামান্য তাপমাত্রার পার্থক্য থাকলেও সারা রাজ্যই শীতে কাবু। দার্জিলিংয়ে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে সমতলের পানাগড়ের তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস।অর্থাৎ, পাহাড়-সমতলের তাপমাত্রার ফারাক মাত্র ২ ডিগ্রির। শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। স্বাভাবিক ভাবে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে শহর কলকাতা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

সকাল থেকে রোদের তাপ তেমন নেই, বরং উত্তুরে বাতাস শহরের বিভিন্ন প্রান্তে এনে দিয়েছে কড়া শীতের আমেজ। শহরতলির তাপমাত্রা কমেছে আরও। ব্যারকপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াসে। দমদমে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

রাঢ়বঙ্গেও তাপমাত্রা বেশ কিছুটা নেমে এসেছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে। এই শীতের আমেজ আরও বেশ কিছুদিন চলবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: শুভেন্দু অধিকার করেই অমিতের হুঙ্কার, ‘তৃণমূলে একা থাকবেন দিদি’

আরও পড়ুন: শুভেন্দুকে ফের নন্দীগ্রামেই ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ তৃণমূলের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement