তাজপুরে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন কলকাতার চার পর্যটক। হঠাৎই জলের ঘূর্ণিতে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক জনের। মৃতার নাম বর্ষা চক্রবর্তী (৩৩)। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে দলের এক সদস্য অরূপ দে-কে। রাত পর্যন্ত বাকি দু’জনের খোঁজ মেলেনি। ওই চার জনেরই বাড়ি দক্ষিণ কলকাতায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। এ দিনই তাজপুরে এসে একটি হোটেলে উঠেছিলেন হরিদেবপুরের অরূপ দে, বেহালা সখেরবাজারের সম্রাট ঘোষ, ভবানীপুরের শ্রাবণী নাগ ও জোকার বাসিন্দা বর্ষা চক্রবর্তী। তাঁরা ছোটবেলার বন্ধু। দুপুর ২টো নাগাদ সমুদ্রে স্নান করতে নামেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সকলেই ছিলেন মত্ত অবস্থায়। হঠাৎই একটি ঘূর্ণিতে তলিয়ে যেতে থাকেন এক জন। তাঁকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান অন্যেরাও। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অরূপকে উদ্ধার করেন।
বিকেলে ভেসে আসে বর্ষার দেহ। রামনগর ২ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকেরা ওই তরুণীকে মৃত ঘোষণা করেন। সম্রাট ও শ্রাবণীর খোঁজ মেলেনি রাত পর্যন্ত। পুলিশ জানিয়েছে, আজ, শনিবার ফের তল্লাশি শুরু হবে।