গ্রাফিক: শৌভিক দেবনাথ
গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করল ১৩ বছরের কিশোর। ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনলাইন ক্লাস না করায় বকাবকি করেছিলেন কিশোরের মা-বাবা। সম্ভবত তারই জেরে আত্মহত্যা করেছে ওই ছাত্র।
জেসন রোনাল ওবার্নে নামে ওই কিশোরের বাড়ি রিজেন্ট পার্ক থানা এলাকার দক্ষিণ বাঁশদ্রোণীর কালীতলা পার্কে। সেন্ট ক্লেয়ার নামে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অস্টম শ্রেণির ছাত্র জেসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল থেকে খবর পেয়ে তাঁরা জানতে পারেন কিশোরের অস্বাভাবিক মৃত্যুর কথা। তদন্তে জানা গিয়েছে, কিশোরের বাবা জুলিয়াস ওবার্নে রেলের ঠিকাদার। মা জ্যোতি একটি দাঁতের ক্লিনিকের কর্মী। লকডাউনের জন্য কিশোরের স্কুল বন্ধ। অনলাইনে ক্লাসেই পড়াশোনা চলছে গত বেশ কয়েক মাস ধরে।
মঙ্গলবার সকালে জেসনের অনলাইন ক্লাস ছিল। সেই সময় ছেলেকে রেখে বাবা এবং মা দু’জনেউ কর্মস্থলে রওনা হন। দুপুরের দিকে জেসনের বাবা বাড়ি ফেরেন। তিনি দেখেন ঘরের দরজা বন্ধ। বার বার ডাকাডাকি করেও ছেলের সাড়া না পেয়ে তিনি দরজা ভেঙে ভিতরে ঢোকেন। ঘরে ঢুকে দেখতে পান সিলিংয়ের কাঠের বিম থেকে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে ছেলের দেহ।
আরও পড়ুন: ফের এক দিনে আক্রান্ত বৃদ্ধি ৭৮ হাজার, মোট মৃত্যু ছাড়াল ৬৬ হাজার
আরও পড়ুন: জেইই-মেন পরীক্ষার প্রথম দিন ‘নির্বিঘ্নে’, চড়া সুর বিরোধীদের
সঙ্গে সঙ্গে ছেলেকে ফাঁস মুক্ত করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের সময়ে, ওই ছাত্রের বাবা মা দাবি করেছেন তাঁদের ছেলের এক বান্ধবীর মা জেসনকে বকাবকি করেছিলেন। জেসনের পরিবারের অভিযোগ, বান্ধবীর মায়ের বকাবকিতেই মানসিক অবসাদে ভুগছিল জেসন। পুলিশ খোঁজ নিয়ে জেনেছে, এক সহপাঠীনীর সঙ্গে জেসনের ঘনিষ্ঠতা ছিল। তা নিয়ে ওই ছাত্রীর বাবা-মা জেসনকে সতর্ক করেছিলেন। তবে সেই কারণে জেসন আত্মঘাতী হয়েছে কি না তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। কারণ তদন্তকারীরা জানতে পেরেছেন, অনলাইন ক্লাস ঠিক মতো না করার কারণে জেসনের বাবা-মাও ছেলেকে প্রায়ই বকাবকি করতেন। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।