ছবি পিটিআই।
ভাড়া বৃদ্ধির দাবিতে আজ, সোমবার ২৪ ঘণ্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে এআইটিইউসি অনুমোদিত ‘ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি’। এর ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে রাস্তায় বেরিয়ে যাত্রীদের হয়রানির প্রভূত আশঙ্কা থাকছে। যদিও অন্য একাধিক ট্যাক্সি সংগঠন এবং অ্যাপ-ক্যাব সংস্থাগুলি জানিয়েছে, তারা পরিষেবা স্বাভাবিক রাখবে। এআইটিইউসি অনুমোদিত সংগঠন সূত্রের খবর, আজ নির্মলচন্দ্র স্ট্রিটে জমায়েত করে পরিবহণ ভবন পর্যন্ত অভিযান করবেন ট্যাক্সিচালকেরা। ওই সংগঠনের দাবি, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চালকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। পরিস্থিতি সামলাতে ভাড়া বাড়ানো ছাড়া পথ নেই। সংগঠনের আহ্বায়ক নওলকিশোর শ্রীবাস্তব বলেন, ‘‘লকডাউনের পরে চালকদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে। ভাড়া বৃদ্ধির দাবিতে সরকারের সঙ্গে আলোচনা চেয়ে আমরা একাধিক চিঠি দিয়েছি। কিন্তু সরকার সাড়া দেয়নি। বাধ্য হয়েই ধর্মঘটের পথে যেতে হচ্ছে।’’ ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা এবং কিলোমিটার পিছু ২৫ টাকা ভাড়া নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।
তবে ভাড়া বৃদ্ধি-সহ অন্য দাবিতে সহমত পোষণ করলেও ধর্মঘটের বিরোধিতা করেছে শাসক দল ঘনিষ্ঠ ‘প্রোগ্রেসিভ ট্যাক্সি মেন্স অ্যাসোসিয়েশন’। সংগঠনের সাধারণ সম্পাদক শম্ভুনাথ দে বলেন, ‘‘পুজোর মুখে ধর্মঘট ডেকে আমরা মানুষকে অসুবিধায় ফেলার বিরুদ্ধে। লকডাউন এবং ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে চালকেরা নিঃসন্দেহে সমস্যায় রয়েছেন। কিন্তু ধর্মঘট কোনও সমাধান নয়।’’ পরিবহণ দফতরের আধিকারিকদেরও দাবি, অন্য দিনের মতোই রাস্তায় গণপরিবহণের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে।