—প্রতীকী ছবি।
মেয়ের বিয়ের গয়না ও টাকা ভর্তি ব্যাগ ট্যাক্সিতে রেখে নেমে গিয়েছিলেন যাত্রী। ট্যাক্সিচালকের সততার কারণে তাঁর বাড়ি থেকে সেই ব্যাগ উদ্ধার করে যাত্রীকে ফিরিয়ে দিল পুলিশ।
পুলিশ সূত্রের খবর, মহেশতলার ময়নাগড়ের বাসিন্দা, পেশায় ফুচকাবিক্রেতা রাজকুমার সাউ মেয়ের বিয়ের জন্য ঝাড়খণ্ড থেকে গয়না-টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন। গত সোমবার বাবুঘাট থেকে ট্যাক্সি করে বাড়ি ফিরে নামার সময়ে গয়না-টাকা ভর্তি সেই ব্যাগ গাড়িতেই রয়ে যায়। পরে যখন ব্যাগের কথা খেয়াল হয়, তত ক্ষণে ট্যাক্সিচালক বাবুঘাটের দিকে রওনা দিয়েছেন। এর পরে মহেশতলা থানায় জেনারেল ডায়েরি করেন রাজকুমার। সেই অভিযোগের ভিত্তিতে রাস্তার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ট্যাক্সিটিকে চিহ্নিত করে পুলিশ। জানা যায়, সে দিন ওই ট্যাক্সিটি চালাচ্ছিলেন রূপলাল রায় নামে এক চালক। এর পরে শ্যামবাজারের বাসিন্দা রূপলালের বাড়ি গিয়ে ওই ব্যাগটি উদ্ধার করে পুলিশ। বুধবার সেই ব্যাগ রাজকুমারের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি ওই ট্যাক্সিচালককেও সংবর্ধনা দেওয়া হয় মহেশতলা থানার পক্ষ থেকে।