শেষ হয়ে গেল টক টু মেয়র

‘টক টু মেয়র’-এর শেষ দিনেও রেশন না পাওয়া নিয়ে অভিযোগ শুনতে হয় মেয়রকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২০ ০৩:৩০
Share:

ফিরহাদ হাকিম।

আগামী ৭ মে মেয়াদ শেষ হচ্ছে কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের। তাই বন্ধ হয়ে যাচ্ছে ‘টক টু মেয়র’ অনুষ্ঠান। শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানেই এই খবর জানিয়ে দেন মেয়র ফিরহাদ হাকিম। তা হলে এ বার নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ জানানো যাবে কী ভাবে? মেয়র জানান, ‘টক টু মেয়র’-এর নম্বরেই ‘ইয়োর কমপ্লেন টু কর্পোরেশন’ ব্যবস্থায় অভিযোগ জানানো যাবে। নাগরিক পরিষেবার কাজ তো অফিসারেরা করেন। তাঁরাই সমাধান করবেন সমস্যার। নয়া ব্যবস্থা কী ভাবে কাজ করবে, ৭ মে-র আগেই তা ঠিক করা হবে। যাতে নাগরিক পরিষেবায় কোনও সমস্যা না থাকে।

Advertisement

‘টক টু মেয়র’-এর শেষ দিনেও রেশন না পাওয়া নিয়ে অভিযোগ শুনতে হয় মেয়রকে। করোনার মধ্যেই এ বার ডেঙ্গি প্রতিরোধের কাজেও পুর প্রশাসনকে সতর্ক থাকতে হবে বলে জানান মেয়র। একাধিক শহরবাসী ফোনে তাঁকে জানান, বাড়ির পাশে পরিত্যক্ত জমিতে জল জমে আছে। তাতে মশা জন্মাচ্ছে। যা শুনে আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন মেয়র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement