জখম এক ছাত্র। নিজস্ব চিত্র।
তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষে এ বার রক্তাক্ত হল কলকাতাও। সোমবার উত্তর কলকাতার জয়পুরিয়া কলেজে দুই টিএমসিপি গোষ্ঠীর তুমুল মারপিটে জখম হলেন তিন ছাত্র।
বেশ কিছু দিন ধরেই ক্ষমতা দখলকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছিল জয়পুরিয়া কলেজে। শশী পাঁজা এবং সাধন পাণ্ডে গোষ্ঠীর মধ্যে চলছিল চাপা লড়াই। এ দিন সেটাই সংঘর্ষের আকার নেয়।
এ দিন কলেজ শুরু হতে না হতেই বেশ কিছু অভিযোগ নিয়ে অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায়কে ঘেরাও করেন তৃণমূল ছাত্র পরিষদের একদল নেতা-কর্মী। তবে ঘেরাও বেশি ক্ষণ চলেনি। অধ্যক্ষের সঙ্গে কথাবার্তা বলার পর নিজেদের মধ্যে বৈঠকে বসেন সংগঠনের সদস্যরা। ওই বৈঠক চলাকালীনই পরিস্থিতি তপ্ত হয়ে উঠে।
ছাত্র সংঘর্ষের মুহূর্ত
এ দিনের সংঘর্ষে মাথা ফাটে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং রৌনক দে নামে প্রথম বর্ষের দুই ছাত্রের। গুরুতর আহত হয়েছেন মানস বিশ্বাস নামে আরও এক ছাত্র। স্বাগতম কুণ্ডু নামে তৃতীয় বর্ষের এক ছাত্র এই মারধরের ঘটনায় মূল অভিযুক্ত।
আরও পড়ুন: বিকাশের মনোনয়ন বাতিল